হোম > সারা দেশ > মৌলভীবাজার

বড়লেখায় ভিজিএফের ২৩৪ বস্তা পচা চাল মাটিচাপা

মৌলভীবাজার প্রতিনিধি

বড়লেখা পৌরসভার গরুর হাটের পরিত্যক্ত স্থানে গর্ত খুঁড়ে চালগুলো মাটিচাপা দেওয়া হয়। ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা কার্যালয়ে ভিজিএফের ২৩৪ বস্তা পচা, দুর্গন্ধময় চাল মাটিচাপা দিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ। গতকাল রোববার বিকেলে পৌরসভার গরুর হাটের পরিত্যক্ত স্থানে গর্ত খুঁড়ে চালগুলো মাটিচাপা দেওয়া হয়। আকস্মিক বন্যার পানিতে ভিজে এসব বস্তার চাল বিতরণ অনুপযোগী হয়ে পড়েছিল।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৭ জুন ঈদুল আজহা সামনে রেখে হতদরিদ্রদের মধ্যে বিতরণের জন্য বড়লেখা পৌরসভার অনুকূলে প্রায় ৩১ টন (১ হাজার ২৭ বস্তা) ভিজিএফের চাল বরাদ্দ দেয় জেলা প্রশাসন। গত ২৯ মে খাদ্যগুদাম থেকে চাল উত্তোলন করে পৌরসভার হলরুমে চালগুলো রাখা হয়। ২ জুন বিতরণ শুরুর কথা থাকলেও ৩১ মে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে পৌরসভা কার্যালয় ৩-৪ ফুট পানিতে তলিয়ে যায়। এতে অন্যান্য ক্ষতির সঙ্গে ভিজিএফের ২৩৪ বস্তা চাল ভিজে নষ্ট হয়। চালগুলো পচে দুর্গন্ধ ছড়াচ্ছিল। অবশেষে পৌরসভা কর্তৃপক্ষ চালগুলো মাটিচাপা দেয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম জামালুদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, পৌরসভার উপসহকারী প্রকৌশলী দেবজিৎ চন্দ্র দাস, প্রশাসনিক কর্মকর্তা ফখরুল আমিন খান, হিসাবরক্ষক আব্দুল লতিফ, কর নির্ধারক তোফায়েল আহমদ, ব্যবসায়ী শামীম আহমদ প্রমুখ।

বড়লেখা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, ভিজিএফের বিতরণ অনুপযোগী চাল থেকে পৌরসভা কার্যালয়ে দুর্গন্ধ ছড়াচ্ছিল। পরিবেশের যাতে ক্ষতি না হয়, সে জন্য উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম জামাল উদ্দিনকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়। ওই কমিটির মতামতের ভিত্তিতে ২৩৪ বস্তা চাল মাটিচাপা দেওয়া হয়েছে।

লেভেল প্লেয়িং ফিল্ড না হলে ভোটে থাকবে না জাপা: শামীম হায়দার

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

আমাকে তারেক রহমান মনোনীত করে পাঠিয়েছেন: রাশেদ খান

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল

বগুড়ায় খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা, স্বাক্ষরের স্থলে আঙুলের ছাপ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন রুমিন ফারহানা