ঢাকা: নির্বাচন কমিশনের (ইসি) কাছ থেকে জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সুরক্ষা সেবা বিভাগের হাতে দিতে যাচ্ছে সরকার। এজন্য জাতীয় পরিচয় নিবন্ধন আইন সংশোধনের সুপারিশ করে মন্ত্রিপরিষদ সচিবকে চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
সেখানে বলা হয়েছে, জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম নির্বাহী বিভাগের দায়িত্বের অন্তর্ভুক্ত হওয়ায় বিভিন্ন দেশের উদাহরণের আলোকে সুরক্ষা সেবা বিভাগ ওই দায়িত্ব পালনে উপযুক্ত কর্তৃপক্ষ। এজন্য এই দায়িত্ব সুরক্ষা সেবা বিভাগে ন্যস্ত করতে এই বিভাগের ‘অ্যালোকেশন অব বিজনেস’ এর মধ্যে বিষয়টি অন্তর্ভুক্ত করা যেতে পারে।
জাতীয় পরিচয় নিবন্ধন আইনে ‘নির্বাচন কমিশন’ এর পরিবর্তে ‘সরকার’ শব্দ অন্তর্ভুক্ত করে প্রয়োজনীয় সংশোধন করা যেতে পারে বলে মন্ত্রিপরিষদ বিভাগকে নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
সুরক্ষা সেবা বিভাগ থেকে জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম পরিচালনা করতে এখন এই কাজে নিয়োজিত জনবলের পাশাপাশি অবকাঠামোও নির্বাচন কমিশন থেকে সুরক্ষা সেবা বিভাগে হস্তান্তরের ব্যবস্থা করা যেতে পারে বলে চিঠিতে বলা হয়েছে।
জাতীয় পরিচয় নিবন্ধন আইনে নাগরিকদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার ক্ষমতা ও এখতিয়ার নির্বাচন কমিশনকে দেওয়া আছে। নির্বাচন কমিশন নাগরিকদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার পাশাপাশি এর তথ্য-উপাত্ত সংশোধনের কাজও করে।