হোম > সারা দেশ

রাজশাহীতে ছোট গরুর দাম চড়া

রিমন রহমান, রাজশাহী

রাজশাহীতে জমে উঠেছে কোরবানির পশুহাট। উত্তরবঙ্গের সবচেয়ে বড় পশুহাট রাজশাহীর সিটিহাট এখন প্রতিদিনই বসছে। এই হাটে বিপুলসংখ্যক গরু উঠছে। ক্রেতা-বিক্রেতারা জানিয়েছেন, ছোট গরুর দাম বেশি। সেই তুলনায় অনেক কম দাম বড় গরুর। এ কারণে হতাশা প্রকাশ করছেন বড় গরুর খামারিরা।

গতকাল শনিবার সকালে সিটিহাট হাটে গিয়ে দেখা যায়, দেশি গরুতে ঠাসা এই হাট। গ্রামগঞ্জের সাধারণ মানুষ কোরবানি দেওয়ার জন্য গরু কিনতে এসেছেন। ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, সিলেটসহ দেশের নানা প্রান্তের ব্যাপারীরাও এসেছেন। ক্রেতা-বিক্রেতার সমাগমে মুখর সিটিহাট। গিজ গিজ করা মানুষ দেখে বোঝার উপায় নেই যে দেশে এখন করোনা মহামারি চলছে।

রাজশাহীর তানোর উপজেলার মুণ্ডুমালা থেকে দুটি মাঝারি আকারের গরু নিয়ে এসেছেন বাবর আলী। তিনি বলেন, আড়াই থেকে তিন মণ মাংস হবে তাঁর প্রতিটি গরুর। প্রতিটির দাম চাচ্ছেন ৭৫ হাজার টাকা। ক্রেতারা ৬০ হাজারের বেশি দিতে চাচ্ছেন না। তাই তিনি গরুর রশি ধরে দাঁড়িয়ে আছেন।
পবার বড়গাছি থেকে তিনটি গরু নিয়ে এসেছেন আনিসুর রহমান। তাঁর গরুগুলো আকারে বেশ বড়। আনিসুর প্রতিটি গরুর দাম চাচ্ছেন ১ লাখ ৮০ হাজার টাকা। কিন্তু ক্রেতারা ১ লাখ ৩০ হাজার পর্যন্ত বলেছেন। কিছুক্ষণ পর আনিসুরের কাছে গিয়ে দেখা যায়, একটি গরু বিক্রি হয়েছে। তিনি দাম পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার টাকা। অন্য দুটি তখনও বিক্রি হয়নি।

আনিসুর রহমান বলেন, বড় গরু পুষতে খরচ বেশি হয়েছে। এক হাজার খড়ের আঁটির দাম তিন হাজার টাকা। বাজারে ভুসির দামও বেশি। কিন্তু বাজারে বড় গরুর দাম নেই। সেই তুলনায় যাঁরা ছোট গরু এনেছেন, তাঁদেরই লাভ বেশি হচ্ছে।

চট্টগ্রামের আনোয়ারা থেকে আসা ব্যাপারী শরিফ উল্লা বলেন, হাটে ছোট গরু ছুঁয়ে দেখা যাচ্ছে না। বড় গরুর দাম তুলনামূলক কম। তাঁরা কয়েকজন ব্যাপারী এক সঙ্গে এসেছেন। দাম কম বলে সবাই বড় গরু কিনছেন। এসব গরু চট্টগ্রামের হাটে তুলবেন। সেখানে কেমন দাম হবে তা বুঝতে পারছেন না।

মাদুরোর মুক্তির দাবিতে মার্কিন দূতাবাস ঘেরাওয়ের ডাক গণতান্ত্রিক যুক্তফ্রন্টের

শরীয়তপুরে ব্যবসায়ীর শরীরে পেট্রল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা, গ্রেপ্তার ৩

উড়ালসড়কে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

রাজশাহীতে ৯ স্বতন্ত্র প্রার্থীর সবার মনোনয়নপত্র বাতিল

সুন্দরবনে দুর্ঘটনায় পতিত পর্যটকবাহী জাহাজ থেকে পর্যটকদের উদ্ধার

কাঁঠালিয়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

এলপি গ্যাসের অতিরিক্ত দাম রাখায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

বসুন্ধরায় আইনজীবী হত্যার প্রতিবাদে মানববন্ধন

গাড়ি আটকে বাঘের ছবি তুলতে হুড়োহুড়ি, মাথা ফাটল বনকর্মীর