হোম > সারা দেশ

শিমুলিয়া ঘাটে অপেক্ষায় পণ্যবাহী ৫০০ ট্রাক

প্রতিনিধি, মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে পণ্যবাহী পাঁচ শতাধিক ট্রাক পার হওয়ার অপেক্ষায় রয়েছে। মাত্র ২টি ফেরী চালু থাকায় পর্যাপ্ত ট্রাক পার হতে না পারায় এ সারি আরও দীর্ঘ হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ট্রাকগুলোর চালক ও সহকারীরা।

করোনার দ্বিতীয় ঢেউয়ে হঠাৎ সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় সরকার দেশে কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটে ফেরি, লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। তবে জরুরি সেবার জন্য দু’টি ফেরি চালু রয়েছে বলে নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি শিমুলিয়াঘাটে ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহমেদ। এ হিসেবে পণ্যবাহী ট্রাকও পারাপারের সুযোগ পাচ্ছে।

জনাব শাফায়েত জানান, মাত্র ২টি ফেরী চলছে। রোগী ও লাশবাহী অ্যাম্বুলেন্সের পাশাপাশি পর্যাপ্ত ট্রাক পারাপার করা যাচ্ছে না। তবে, রাত ১২টা থেকে ভোর ৬টার মধ্যে ট্রাকগুলো পার করা যাবে।

মাধারীপুরগামী একটি পণ্যবাহী ট্রাকের চালক মো. রুবেল বলেন, লকডাউন আমরাও মানি। কিন্তু ট্রাক পার করার জন্য অন্তত একটি ফেরীর ব্যবস্থা করলেও এমন ভোগান্তিতে পড়তে হত না।

আরেক ট্রাকচালক বলেন, রাতের বেলা পার করার বলা হয়েছে। কিন্তু রাতের আগে পার করে দিলে আমরা তাড়াতাড়ি মালগুলো নিয়ে পৌঁছাতে পারতাম। ঘাটে বেশি সময় থাকলে মালের পিছনে খরচ অনেক বেড়ে যায়।

উল্লেখ্য, গত সোমবার ভোর ৬টায় শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করা হয়। তবে এদিন সতেরোটি ফেরির মধ্যে চারটি ফেরি দিয়ে যানবাহন পার করা হয়। তবে মঙ্গলবার আরও দু’টি ফেরি কমিয়ে জরুরি সেবার জন্য দু’টি ফেরি চালু রাখা হয়।

ব্রকলি চাষে নারীর ভাগ্যবদল

গাইবান্ধার গোবিন্দগঞ্জ: গ্রেপ্তার আতঙ্কে লাপাত্তা চেয়ারম্যান, সেবা বন্ধ

টাঙ্গাইলের গোপালপুর: উপকারে আসছে না ১৭ কোটি টাকার সেতু

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

বাঁধে ভাঙন কম, রক্ষায় তবু বেড়েছে বরাদ্দ

ঠাকুরগাঁওয়ে ১৩ মাসে ৩৪৬ জনের আত্মহত্যা

ভাড়া বাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

গোপালগঞ্জে বিদ্যুতায়িত হয়ে দাদি-নাতিসহ ৩ জনের মৃত্যু