হোম > সারা দেশ

বাগেরহাটে মৎস্য ঘের থেকে ট্রাকচালকের মরদেহ উদ্ধার

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলার তেকাঠিয়া এলাকার একটি ঘর থেকে ঝুলন্ত অবস্থায় মো. দ্বীন ইসলাম (৩০) নামে এক ট্রাকচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে তেকাঠিয়া এলাকার মো. বাচ্চু মল্লিকের মৎস্য ঘেরের ঘরের আড়ার সঙ্গে গলায় রশি দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত মো. দ্বীন ইসলাম শুভদিয়া ইউনিয়নের মো. আ. রহমান গোলদারের ছেলে। পরিবারের দাবি সে আত্মহত্যা করেছে। 

পুলিশ জানায়, আজ সকালে স্থানীয়রা ঘেরের ঘরে তাঁর মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়। 

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম বলেন, পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধানরা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন আসলে কীভাবে মৃত্যু হয়েছে তার কারণ জানা যাবে।

রায়েরবাজারে দাফন করা ১১৪ জনের মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত, পরিবারের কাছে হস্তান্তর ‎

বিএনপিতে যোগ দিলেন ‘আওয়ামী ঘনিষ্ঠ’ রাজনগর ইউপি চেয়ারম্যান

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে ঈশ্বরদী

সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিকসহ দুই পর্যটককে উদ্ধার

নাটোর-১ আসন: আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র প্রার্থী টিপুকে শোকজ

শামা ওবায়েদের হাতে ফুল দিয়ে তাঁরই গাড়ি ভাঙচুরের আসামি আ.লীগ নেতা বিএনপিতে

আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

জাবির আবাসিক হল থেকে ২০ বোতল বিদেশি মদ জব্দ

নির্বাচনে আর্থিক সহযোগিতা চেয়ে ব্যারিস্টার ফুয়াদের ভিডিও পোস্ট

খুলনা-১ আসন: সম্পদে এগিয়ে কৃষ্ণ নন্দী, বার্ষিক আয়ে এজাজ খান