হোম > সারা দেশ > খুলনা

খুলনায় মরা গরুর ৫ মণ গোশত জব্দ, গ্রেপ্তার ২

খুলনা প্রতিনিধি

কোরবানির মাংস। ছবি: সংগৃহীত

খুলনায় মরা গরুর গোশতসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার নগরীর গল্লামারী এম এ বারী সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় গোশত পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঝিনাইদাহ জেলার মহেশপুর উপজেলার নিকারীপাড়া জলিলপুর এলাকার বাসিন্দা মো. মমিন ও সোনাডাঙ্গা মডেল থানাধীন আলীর ক্লাবসংলগ্ন আল আমিন মহল্লার বাসিন্দা তামিম হাওলাদার।

বিষয়টি নিশ্চিত করে সোনাডাঙ্গা থানার তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, এএসআই মো. আলিম হোসেন সোনাডাঙ্গা মডেল থানাধীন গল্লামারী এম এ বারী সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছিলেন। সকাল সাড়ে ৮টার দিকে একটি পিকআপ (নম্বর ন-১১-১২৯০) বারী সড়কে প্রবেশ করলে তাঁর সন্দেহ হয়।

তিনি পিকআপ থামিয়ে চালক মো. মমিনকে জিজ্ঞাসা করলে তিনি জানান, গাড়িতে গরুর চার মণ ৩০ কেজি গোশত রয়েছে। পুলিশ কর্মকর্তার সন্দেহ আরও ঘনীভূত হয়। এ সময়ে মমিনকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, সোনাডাঙ্গা থানাধীন আল আমিন এলাকার বাসিন্দা তামিমের কাছে পৌঁছে দেওয়ার জন্য গোশত চুয়াডাঙ্গা থেকে আনা হয়েছে।

মিজানুর রহমান আরও জানান, এরপর ঘটনাস্থলে ডেকে নেওয়া হয় তামিমকে। তাঁকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে গোশতের প্রকৃত মালিকের নাম ও ঠিকানা পুলিশের কাছে জানান। পুলিশ গোশতের প্রকৃত মালিক চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সাহারেজ হোসেনের সঙ্গে যোগাযোগ করে। এ সময়ে তিনি পুলিশকে জানান, গতকাল বুধবার (১১ জুন) সন্ধ্যায় গরুটি স্ট্রোক করলে জবাই করা হয় এবং ৬৩ হাজার টাকায় গরুর গোশত বিক্রি করা হয়। রাত ৩টার দিকে গোশত নিয়ে খুলনার উদ্দেশে রওনা হন।

জানা গেছে, উল্লিখিত আসামিরা বিভিন্ন জায়গা থেকে রোগাক্রান্ত ও মৃত গরুর গোশত সংগ্রহ করে খুলনা মহানগরীর বিভিন্ন হোটেলে সরবরাহ করেন। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে খাদ্যনিরাপত্তা আইনের ২০১৩ সালের ৫৮ তফসিলে ক্রমিক নম্বর ১৫-এর ৩৪ ধারায় থানায় মামলা হয়েছে। জব্দ হওয়া গোশত পরীক্ষার জন্য ১ কেজি রাখা হয়েছে, বাকি অংশটুকু আদালতের নির্দেশে ধ্বংস করা হবে।

কেরানীগঞ্জে কেমিক্যাল কারখানায় বিস্ফোরণ, নিহত ১

বিসিআইসির ইকবালের জমি-ফ্ল্যাট ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাতিয়ায় ধরা পড়ল ৪০ কেজি ওজনের কচ্ছপ, মেঘনায় অবমুক্ত

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থীকে হেনস্তার অভিযোগ

ছোট দুই ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত

মাহফিল থেকে ফেরার পথে ইসলামি বক্তার গাড়িতে ডাকাতি, আহত ২

টাঙ্গাইলে মনোনয়নপত্র বাছাইয়ে দুই নারী প্রার্থীর কেউই টেকেননি

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

ভোটের বন্ধ্যাত্বের অবসান ঘটাতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে: খাদ্য উপদেষ্টা