হোম > সারা দেশ > খুলনা

পাইকগাছায় ব্যবসায়ীকে কুপিয়ে জখমের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি 

খুলনার পাইকগাছা উপজেলায় ঘের ব্যবসায়ী মিজানুর রহমানকে কুপিয়ে জখমের ঘটনায় আজ মঙ্গলবার এলাকাবাসী মানববন্ধন করেন। ছবি: আজকের পত্রিকা

খুলনার পাইকগাছা উপজেলায় ঘের ব্যবসায়ী মিজানুর রহমানকে কুপিয়ে জখমের ঘটনায় এলাকাবাসী অভিযুক্ত শফি গাজী ও তাঁর সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার কাটাখালী বাজারে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ও ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান মন্টু, মহিলা দলের নেত্রী রেহানা পারভীন, যুবদলের নেতা মোস্তফা গাজী, আহত মিজানুরের ছেলে ইমরান সরদার, শেখ বজলুর রহমান, শাহরিয়ার বাবু, শেফালী বেগম, লুৎফর রহমান ও রহিমা খাতুন।

এ সময় বক্তারা বলেন, সন্ত্রাসী শফির কর্মকাণ্ডে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। মাদক কারবার থেকে শুরু করে ডাকাতি, লুটপাট, চাঁদাবাজিসহ সব ধরনের অপরাধ কর্মকাণ্ড করছেন শফি ও তাঁর লোকজন। তাঁর অত্যাচারে ব্যবসায়ী, নারীসহ সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় রয়েছেন। এ ছাড়া বক্তারা দ্রুত সময়ের মধ্যে শফি, আনারুল, রফিক, শাকিল ও শহিদুল ইব্রাহিমকে গ্রেপ্তারের দাবি জানান।

এর আগে ঈদুল আজহার দিন গত শনিবার রাত ৯টার দিকে উপজেলার রাড়ুলী ইউনিয়নের শ্রীকণ্ঠপুর গ্রামের নিজ বসতবাড়িতে ঘের ব্যবসায়ী মিজানুরকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় শফি গাজী। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকার বিক্ষুব্ধ জনতা উত্তেজিত হয়ে ওই রাতেই শফি গাজীর বসতবাড়িতে এবং তাঁদের প্রতিষ্ঠানে ভাঙচুর-অগ্নিসংযোগ করে। এ সময় স্থানীয় জনতা শফির বসতবাড়ি ও তাঁর সহযোগীর ওষুধের দোকান থেকে দা, ছুরি, চায়নিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশের কাছে জমা দেয়। পরে গত রোববার সকালে থানা-পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি স্বাভাবিক করেন।

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ

‘যেকোনো মুহূর্তে’ যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

মানিকগঞ্জে বিআইডব্লিউটিএর নতুন গোডাউনে আগুন, আহত ৩

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

বগুড়ায় খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র তুললেন বিএনপি নেতা

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২

শাহজাদপুরের হত্যা মামলায় যাবজ্জীবনপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

পানছড়ি সীমান্তে ১১টি ভারতীয় গরুসহ আটক ১

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ