হোম > সারা দেশ

নিলামের আগে কনটেইনারের হুইলচেয়ার হয়ে গেল ইট

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ফাইল ছবি

চার বছর আগে চীন থেকে হুইলচেয়ার ঘোষণায় আনা তিন কনটেইনার পণ্য আমদানি করেছিল রাজধানীর তোপখানা রোডের লোটাস সার্জিক্যাল নামে একটি প্রতিষ্ঠান। আমদানিকারকেরা খালাস না করে চালানটি চট্টগ্রাম বন্দরে ফেলে রাখে। আজ রোববার সেই চালানের তিন কনটেইনার খুলে পাওয়া গেছে নির্মাণ উপকরণ ইট।

কাস্টমস কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়ে চালানটি খালাস না করায় সেগুলো নিলামে তোলার প্রক্রিয়া শুরু হয়েছিল। এ জন্য কনটেইনারে কী পণ্য আছে, তা দেখে খাতায় তুলতে হয়। কনটেইনার খুলে কাস্টমস কর্মকর্তারা বিস্মিত হন। কেননা হুইলচেয়ার ঘোষণায় আনা হলেও তিন কনটেইনারের দুটিতেই কি না কাগজের কার্টনে ছিল ইট। তবে একটিতে ৩৯টি হুইলচেয়ারের অংশ এবং কিছুসংখ্যক ইট ছিল।

কাস্টমস সূত্র জানায়, ২০১৯ সালের এপ্রিলে আমদানিকারক পণ্য চালানটির নথিপত্র অনলাইনে জমা দেন। সেখানে চীনের গুয়াংডং থেকে গুয়াংডং সেইলিং ট্রেড গ্রুপ থেকে চালানটি আমদানির কথা বলা হয়। চালানের ইনভয়েস মূল্য ছিল ৭১ হাজার মার্কিন ডলার। পণ্যের তালিকায় ছিল হুইলচেয়ার, কমোড হুইলচেয়ার, হ্যান্ড ক্রাচ ইত্যাদি।

জানতে চাইলে চালানটি আর নিলামে তোলার সুযোগ নেই বলে জানান চট্টগ্রাম কাস্টমের উপকমিশনার সাইদুল ইসলাম। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘চালানটি জব্দ করা হয়েছে। মিথ্যা ঘোষণার কারণে আমদানিকারকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

টাঙ্গাইলে দুই দিনে কুকুরের কামড়ে আহত ৪০

ডেভিল হান্ট অভিযানে শ্রীমঙ্গল আ.লীগের সহসভাপতি গ্রেপ্তার

মুরগি মারার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে মামলা

কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গাজীপুরে বিজয় দিবসে ছাদ থেকে পতাকা নামাতে গিয়ে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

৬ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠিত

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী মাসুদের ভোট না করার ঘোষণায় ক্ষুব্ধ দল

মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই ২ ট্রলারসহ আটক ২৩