হোম > সারা দেশ

নিলামের আগে কনটেইনারের হুইলচেয়ার হয়ে গেল ইট

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ফাইল ছবি

চার বছর আগে চীন থেকে হুইলচেয়ার ঘোষণায় আনা তিন কনটেইনার পণ্য আমদানি করেছিল রাজধানীর তোপখানা রোডের লোটাস সার্জিক্যাল নামে একটি প্রতিষ্ঠান। আমদানিকারকেরা খালাস না করে চালানটি চট্টগ্রাম বন্দরে ফেলে রাখে। আজ রোববার সেই চালানের তিন কনটেইনার খুলে পাওয়া গেছে নির্মাণ উপকরণ ইট।

কাস্টমস কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়ে চালানটি খালাস না করায় সেগুলো নিলামে তোলার প্রক্রিয়া শুরু হয়েছিল। এ জন্য কনটেইনারে কী পণ্য আছে, তা দেখে খাতায় তুলতে হয়। কনটেইনার খুলে কাস্টমস কর্মকর্তারা বিস্মিত হন। কেননা হুইলচেয়ার ঘোষণায় আনা হলেও তিন কনটেইনারের দুটিতেই কি না কাগজের কার্টনে ছিল ইট। তবে একটিতে ৩৯টি হুইলচেয়ারের অংশ এবং কিছুসংখ্যক ইট ছিল।

কাস্টমস সূত্র জানায়, ২০১৯ সালের এপ্রিলে আমদানিকারক পণ্য চালানটির নথিপত্র অনলাইনে জমা দেন। সেখানে চীনের গুয়াংডং থেকে গুয়াংডং সেইলিং ট্রেড গ্রুপ থেকে চালানটি আমদানির কথা বলা হয়। চালানের ইনভয়েস মূল্য ছিল ৭১ হাজার মার্কিন ডলার। পণ্যের তালিকায় ছিল হুইলচেয়ার, কমোড হুইলচেয়ার, হ্যান্ড ক্রাচ ইত্যাদি।

জানতে চাইলে চালানটি আর নিলামে তোলার সুযোগ নেই বলে জানান চট্টগ্রাম কাস্টমের উপকমিশনার সাইদুল ইসলাম। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘চালানটি জব্দ করা হয়েছে। মিথ্যা ঘোষণার কারণে আমদানিকারকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ফেনী পৌরসভা: সরকারি জৈব সার উৎপাদন কেন্দ্র বন্ধ, মালামাল চুরি

জয়পুরহাটের ২টি আসন: জমে উঠেছে প্রচার-প্রচারণা

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরের ৯ শতাংশ নারী ধর্ষণের শিকার: বিএনপিএস

যবিপ্রবির প্রথম উপাচার্য রফিকুল ইসলাম মারা গেছেন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

দুর্নীতির সংবাদ প্রকাশ: কার্যালয়ে ডেকে নিয়ে সাংবাদিকদের ‘দেখে নেওয়ার’ হুমকি কর্মকর্তার

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী