হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

থানা–হাইওয়ে পুলিশের ঠেলাঠেলি, ৬ ঘণ্টা ধরে পড়ে আছে লাশ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মহাসড়কের পাশে আজ শুক্রবার সকালে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ পাওয়া যায়। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মহাসড়কের পাশে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় আনুমানিক ৪৫ বছর বয়সী ওই ব্যক্তির লাশ পাওয়া যায়।

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা ও শিমরাইল হাইওয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এলেও তাঁরা লাশ উদ্ধার নিয়ে ঠেলাঠেলি করছেন। থানা-পুলিশ বলছে, লাশ মহাসড়কে পাওয়া গেছে, তাই হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করবে।

আবার হাইওয়ে পুলিশ বলছে, এটি সড়ক দুর্ঘটনা নয়। লাশে আঘাতের চিহ্ন দেখা গেছে, এটি হত্যাকাণ্ড হতে পারে; তাই লাশ থানা-পুলিশ উদ্ধার করবে। তাঁদের এই ঠেলাঠেলিতে সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত ছয় ঘণ্টা ধরে লাশ মহাসড়কেই পড়ে রয়েছে।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকাল ৯টার দিকে মহাসড়কের পাশে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন পথচারীরা। তাঁরা থানা ও হাইওয়ে পুলিশে খবর দেন। সাড়ে ৯টার দিকে হাইওয়ে ও থানা-পুলিশের টিম ঘটনাস্থলে আসে। কিন্তু তাদের কেউ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেনি।

ঘটনাস্থলে থাকা শিমরাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জুলহাস উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘লাশ দেখে সড়ক দুর্ঘটনা মনে হচ্ছে না। লাশে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করছি, কেউ হয়তো লাশ এনে এখানে ফেলে গেছে। থানা-পুলিশ লাশ বুঝে নিতে গড়িমসি করছে। আমরা ঘটনাস্থলে আছি। তাদের লাশ বুঝিয়ে দেওয়ার জন্য কথা বলছি।’

লাশ উদ্ধারে গড়িমসির বিষয়ে জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, ‘লাশ যেহেতু মহাসড়কে, সে ক্ষেত্রে হাইওয়ে পুলিশের লাশ বুঝে নেওয়ার কথা। তবে লাশের মাথায় দাগ থাকায় তারা (হাইওয়ে পুলিশ) বলছে, আমাদের বুঝে নিতে। আমাদের টিম ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজ দেখছে। সমস্যা নেই, এটা বুঝে নেওয়া নিয়ে ঝামেলা হবে না।’

এই মুহূর্তে বিএনপি ছাড়া অন্য কোনো দল দেশ পরিচালনায় সক্ষম নয়: নুর

চৌদ্দগ্রামে ঘন কুয়াশায় দুই লরির সংঘর্ষ, চালক ও সহযোগী নিহত

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব

চাঁদা না দেওয়ায় হাতিয়ায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পোশাকশ্রমিকের মৃত্যু

আবারও সেই ১৪ ভারতীয়কে পুশ ইনের চেষ্টা, দৌলতপুর সীমান্তে সতর্ক বিজিবি

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

জীবননগরে সেনা-পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

সরিষাখেতে ৮৫টি মৌ-বাক্স, এক সপ্তাহ পর শুরু হবে মধু সংগ্রহ