হোম > সারা দেশ > ফেনী

ফেনীতে ট্রেন-সিএনজি সংঘর্ষে মা-ছেলের মৃত্যু

ফেনী প্রতিনিধি

ফেনীতে ট্রেন ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মা ও ছেলে নিহত হন। শনিবার সন্ধ্যায় শহরের গোডাউন কোয়ার্টার রেলগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ছবি: আজকের পত্রিকা

ফেনীতে ট্রেন ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছেন। শনিবার (২৮ জুন) সন্ধ্যায় শহরের গোডাউন কোয়ার্টার রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের পাঠানগড় গ্রামের মিয়াজীবাড়ির হাফিজুল ইসলাম (৪২) ও তাঁর মা ফাতেমাতুজ জোহরা (৬২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি গোডাউন কোয়ার্টার রেলগেট এলাকায় পৌঁছালে রেলগেটের সামনে যানজটে আটকে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

গুরুতর আহত অবস্থায় হাফিজুল ইসলাম ও তাঁর মাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে হাফিজুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। পরে আশঙ্কাজনক অবস্থায় ফাতেমাতুজ জোহরাকে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে পাঠানো হয়। রাত ১১টার দিকে সেখানে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাঁকেও মৃত ঘোষণা করেন।

ফেনী রেলওয়ে পুলিশের ইনচার্জ মো. ইকবাল হোসেন বলেন, `নিহত ব্যক্তিদের মধ্যে হাফিজুল ইসলামের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাঁর মা চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, দুর্ঘটনায় মা ও ছেলে নিহত হয়েছেন এবং অটোরিকশার চালক আহত হয়েছেন।

রেলগেটের গেটম্যান বাবু বলেন, ‘গেট বন্ধ করেও অটোরিকশাটি সরানো যায়নি। ট্রেন থামাতে লাল সিগন্যাল দেওয়া হয়েছিল, কিন্তু দূরত্ব কম থাকায় থামানো সম্ভব হয়নি।’

৫টি সাজাসহ ২৩টি ওয়ারেন্টে সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রিকশায় চড়ে ডিসি অফিসে মির্জা ফখরুল, জমা দিলেন মনোনয়নপত্র

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

গোপালগঞ্জে বাসচাপায় পুলিশের কনস্টেবল নিহত

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি