হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

চাঁদাবাজির প্রতিবাদে ব্যবসায়ীদের লাঠিমিছিল

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ শহরের নয়ামাটি এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজির প্রতিবাদে লাঠিমিছিল করেছে হোসিয়ারি পল্লির ব্যবসায়ীরা। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জ শহরের নয়ামাটি এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজির প্রতিবাদে লাঠিমিছিল করেছে হোসিয়ারি পল্লির ব্যবসায়ীরা। শহরের নয়ামাটি, করিম মার্কেট ও গুলশান হলো এলাকার ব্যবসায়ীরা লাঠি হাতে ও বাঁশি বাজিয়ে এই মিছিল করেন।

আজ শনিবার দুপুর ১২টায় হোসিয়ারি সমিতির সভাপতি বদিউজ্জামান বদু ও সহসভাপতি আব্দুস সবুর খান সেন্টুর নেতৃত্বে এই মিছিল বের হয়। পরে পথসভার মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

পথসভায় বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের সভাপতি বদিউজ্জামান বদু বলেন, ‘আমরা চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে সব ব্যবসায়ীদের একত্রিত করে লাঠিমিছিল করেছি। কিছু দুষ্কৃতকারী, চাঁদাবাজ মার্কেটে এসে মালিকদের কাছে জোর করে চাঁদা দাবি করে। আমরা আইনকে শ্রদ্ধা করি। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই চাঁদাবাজদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয় না। তাই লাঠিমিছিল করে বুঝিয়ে দিলাম, আমরাও চাঁদাবাজদের প্রতিহত করতে পারি। কিন্তু আমরা আইন হাতে তুলে নিলাম না। শুধু সন্ত্রাসীদের বুঝিয়ে দিলাম, সন্ত্রাসী চাঁদাবাজি করলে আমরাও প্রতিহত করতে প্রস্তুত।’ তিনি আরও বলেন, ‘নয়ামাটি ও করিম সুপার মার্কেট এলাকাটা হোসিয়ারি ব্যবসায়ীদের এলাকা। এখানে প্রতিদিন কোটি টাকার পণ্য কেনাবেচা হয়। এখানে হোসিয়ারি মালিকদের কাছে থেকে চাঁদাবাজির ঘটনা বেশি ঘটে। প্রশাসনকে এগুলো গুরুত্ব দিয়ে দেখার অনুরোধ থাকবে আমাদের। পাশাপাশি হোসিয়ারি শ্রমিকেরা প্রায়ই ছিনতাইয়ের শিকার হয়। আমরা প্রশাসনকে বলব, আপনারা সক্রিয় হন, এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। ব্যবসায়ীরা দিনের পর দিন এই অত্যাচার সহ্য করবে না।’

এদিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমেদ বলেন, ‘নারায়ণগঞ্জে দৃশ্যমান বড় কোনো সন্ত্রাসী ঘুরে বেড়াচ্ছে, এমন কোনো ঘটনার প্রমাণ পাওয়া যাবে না। ছোটখাটো কিছু চুরি-ছিনতাই হয়ে থাকতে পারে। এদের বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান চালিয়ে আইনের আওতায় আনছি। তাঁরা লাঠিমিছিল করলেও তাঁদের অভিযোগ সুস্পষ্ট নয়। সুস্পষ্ট কারও বিষয়ে অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নিব।’

গানে গানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ

মানিকগঞ্জে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মেঝেতে পড়ে ছিল নারীর লাশ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

ট্রেনের ধাক্কায় দুভাইসহ তিন শ্রমিক নিহত, আহত অনেকে

রৌমারী সীমান্তে বিএসএফের ‘গুলি’, বাংলাদেশি যুবক আটকের অভিযোগ

শরীয়তপুরে বিস্ফোরণ: যৌথ অভিযানে ৪৫টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ৪

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড