লালমনিরহাটের তালুক শাখাতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবিত্র কুমার রায়ের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. বদরুজ্জামানের বেঞ্চ উত্থাপিত হয়নি মর্মে এ আবেদন খারিজ করে দেন।
ঈদুল আজহায় পশু কোরবানি নিয়ে গত ২১ জুলাই ওই শিক্ষক ফেসবুকে দুটি স্ট্যাটাস দেন। বিষয়টি ভাইরাল হওয়ার পর পোস্ট দুটি তিনি ডিলিট করে দেন। পরে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে মো. জহির রায়হান নামে এক ব্যক্তি তাঁর বিরুদ্ধে মামলা করেন। পবিত্র কুমার রায়কে ২৩ জুলাই কালীগঞ্জ থানা-পুলিশ গ্রেপ্তার করে।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুস সালাম মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।