হোম > বিশ্লেষণ

ইসরায়েল পণ্য কেনে কোন দেশ থেকে আর বেচে কোন দেশে

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

২০২৪ সালে ইসরায়েলের সঙ্গে বৈশ্বিক বাণিজ্যের পরিমাণ ছিল ১৫৩.২ বিলিয়ন ডলার। এর মধ্যে দেশটির আমদানির পরিমাণ ছিল ৯১.৫ বিলিয়ন এবং রপ্তানি করেছিল ৬১.৭ বিলিয়ন ডলার। তবে গাজায় সামরিক অভিযানের তীব্রতা ও পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণ নিয়ে আন্তর্জাতিক মহলে সমালোচনার মুখে পড়েছে দেশটি। বিশেষ করে, পশ্চিমা বিশ্বে ইসরায়েলের রাজনৈতিক অবস্থানের কারণে তাদের সঙ্গে চলমান অর্থনৈতিক সম্পর্ক নতুন করে ভাবনার বিষয় হয়ে উঠেছে।

গত মঙ্গলবার ব্রিটিশ সরকার ইসরায়েলের সঙ্গে ‘উন্মুক্ত বাণিজ্য চুক্তির’ (এফটিএ) আলোচনাসমূহ স্থগিত করার ঘোষণা দিয়েছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি পার্লামেন্টে বলেছেন, গাজা ও দখল করা পশ্চিম তীরে ‘চরম মাত্রার নীতি’ গ্রহণকারী একটি সরকারের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের আলোচনা চালিয়ে যাওয়া যুক্তিসংগত নয়।

এর এক দিন আগেই যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা একযোগে হুঁশিয়ারি দিয়েছিল—যদি ইসরায়েল নতুন করে সামরিক আগ্রাসন না থামায় এবং গাজায় মানবিক সহায়তা অবরুদ্ধ রাখে, তবে তারা দেশটির বিরুদ্ধে ‘সুনির্দিষ্ট পদক্ষেপ’ নেবে।

এদিকে ইউরোপীয় ইউনিয়নও (ইইউ) ইসরায়েলের সঙ্গে বিদ্যমান বাণিজ্য চুক্তির বিষয়টি পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার ইইউর পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধান কাইজা কালাস জানান, এই বিষয়ে সদস্য দেশগুলো ভোটের মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করেছে।

আল-জাজিরার এক প্রতিবেদন থেকে জানা গেছে, ইসরায়েলের অর্থনীতি বহু বছর ধরেই প্রযুক্তি, চিকিৎসা সরঞ্জাম, হিরা ও সামরিক সরঞ্জাম রপ্তানির ওপর নির্ভরশীল। দেশটি যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, চীন, হংকংসহ বহু উন্নত দেশের বাজারে গুরুত্বপূর্ণ রপ্তানিকারক হিসেবে বিবেচিত। ২০২৪ সালে যুক্তরাষ্ট্র একাই ১৭.৩ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে ইসরায়েল থেকে। তবে যুক্তরাষ্ট্রের এ সম্পর্কের পেছনে রয়েছে এক জটিল কূটনৈতিক ও সামরিক অংশীদারত্ব। এর মধ্যে বহু বিলিয়ন ডলারের সামরিক সহায়তা চুক্তিও রয়েছে।

অন্যদিকে চীন, যুক্তরাষ্ট্র ও জার্মানি ছিল ইসরায়েলের প্রধান পণ্য সরবরাহকারী দেশ। চীন থেকে মোবাইল, কম্পিউটার ও ইলেকট্রিক যানবাহন আমদানি করে ইসরায়েল। ২০২৪ সালে তারা চীন থেকে প্রায় ১৯ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করে। যুক্তরাষ্ট্র থেকে তারা আমদানি করে বিস্ফোরক, প্রযুক্তি পণ্য ও অস্ত্রশস্ত্র। জার্মানি থেকে আসে ওষুধ, গাড়ি ও যন্ত্রপাতি।

২০২৪ সালে ইসরায়েলে পণ্য সরবরাহ করা শীর্ষ দেশগুলোর মধ্যে পাঁচ নম্বরেই ছিল তুরস্ক। এ ছাড়া ভারতের সঙ্গেও দেশটির বাণিজ্য সম্পর্ক রয়েছে। ২০২৪ সালে ইসরায়েল থেকে ভারত ২.৩ বিলিয়ন ডলারের পণ্য কিনেছে। বিপরীতে ইসরায়েলের কাছে বিক্রি করেছে ২ বিলিয়ন ডলারের পণ্য।

এই বাস্তবতায় দেখা যাচ্ছে, ইসরায়েলের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক অনেক দেশের জন্যই শুধু বাণিজ্যিক বিষয় নয়, বরং কূটনৈতিক অবস্থান ও নৈতিক দায়বদ্ধতার প্রতিফলন। যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরায়েলের আচরণ ও আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের অভিযোগ এই অর্থনৈতিক সম্পর্কগুলোকে গভীর সংকটে ঠেলে দিয়েছে। ফলে আগামী দিনে দেখা যেতে পারে আরও দেশ ইসরায়েলের সঙ্গে চুক্তি পর্যালোচনা কিংবা স্থগিত করার পথে হাঁটছে।

ইসরায়েল যে বিশ্ববাণিজ্যের এক গুরুত্বপূর্ণ অংশীদার, তা অস্বীকার করার সুযোগ নেই। তবে যুদ্ধ, মানবাধিকার লঙ্ঘন ও আন্তর্জাতিক চাপের ফলে এই বাণিজ্যিক সম্পর্ক কতটা টিকে থাকবে—তা এখন সময়ের হাতে।

ইরান ও ইসরায়েলে সমানতালে চলছে যুদ্ধের প্রস্তুতি

পাকিস্তানকে এফ-১৬ আধুনিকীকরণের প্যাকেজ, ভারতকে কী বার্তা দিতে চান ট্রাম্প

ডার্ক ফ্লিট: নিষেধাজ্ঞা এড়িয়ে যেভাবে চলে ইরান ও ভেনেজুয়েলার তেল পাচার

এআই চাকরি কেড়ে নিচ্ছে আমেরিকায়, কিন্তু নিয়োগ বাড়াচ্ছে ভারতে—কীভাবে

যুক্তরাষ্ট্রের নতুন নিরাপত্তা কৌশল এশিয়ার জন্য চ্যালেঞ্জ না সম্ভাবনা

শত বছর আগে জাপানের কাছে হারের বদলা চান সি চিন পিং!

কোন দেশে সম্পদ ও আয়ের বৈষম্য সর্বাধিক, বাংলাদেশের চিত্র কেমন

যুদ্ধক্ষেত্রে কতটা দক্ষ ইতালির জঙ্গি বিমান ইউরোফাইটার টাইফুন

থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘাত থামেনি, ট্রাম্প ‘থামিয়েছেন’ দাবি করা অন্য যুদ্ধগুলোর কী অবস্থা

তুরস্কের গোয়েন্দা সহায়তায় যেভাবে ‘দামেস্কের আমির’ হলেন আল–শারা