হোম > বিশ্লেষণ

এবার ইরানের পালা—এখনই প্রতিশোধ, নাকি কখনোই নয়

আজকের পত্রিকা ডেস্ক­

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ছবি: দ্য টাইমস

যুক্তরাষ্ট্রের রাতের বিমান হামলায় ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পর পুরো অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে। ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছে, এই হামলার ‘চিরস্থায়ী পরিণতি’ হবে। তবে ভাষাগত এই প্রতিক্রিয়ার বাইরে ইরানের নিরাপত্তা ও গোয়েন্দা মহলে এখন চলছে চরম পর্যায়ের আলোচনা—এখনই পাল্টা আঘাত করা হবে, নাকি কূটনৈতিক সমঝোতার পথে যাওয়া হবে?

এ বিষয়ে বিবিসির একটি বিশ্লেষণে বলা হয়েছে, এ মুহূর্তে ইরানের নীতিনির্ধারকেরা তিনটি সম্ভাব্য কৌশল নিয়ে ভাবছেন। তবে এর প্রতিটিতেই রয়েছে ঝুঁকি। তাঁদের মূল চিন্তা একটাই—ইসলামিক প্রজাতন্ত্রের শাসনব্যবস্থা টিকিয়ে রাখা।

এই অবস্থায় অনেকে প্রতিশোধের দাবিতে সরব। ইরান একের পর এক অপমানিত হয়েছে, প্রথমে ইসরায়েলের হাতে, এখন আবার ‘গ্রেট স্যাটান’ যুক্তরাষ্ট্রের কাছে।

ইসরায়েলের সঙ্গে আঘাতের পর ইরানের পাল্টা আঘাতের সংঘাত ১০ দিন ধরে চলছে। তবে সর্বশেষ ঘটনার জের ধরে ইরান যদি এবার যুক্তরাষ্ট্রের ওপর সরাসরি আঘাত হানে, তবে পুরো অঞ্চলে উত্তেজনা নতুন মাত্রা পাবে। ইরান এখনো প্রায় ৩ হাজার ক্ষেপণাস্ত্রের অর্ধেক ধরে রেখেছে। এসব ক্ষেপণাস্ত্রের টার্গেটের আওতায় রয়েছে মধ্যপ্রাচ্যে অবস্থিত প্রায় ২০টি মার্কিন ঘাঁটি।

সবচেয়ে কাছের ও সম্ভাব্য লক্ষ্য হতে পারে বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর। তবে পার্শ্ববর্তী আরব রাষ্ট্রে হামলা ইরান হয়তো এড়িয়ে চলবে। এর বদলে ইরাক ও সিরিয়ায় অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো হতে পারে তাদের হামলার লক্ষ্য।

বিশেষজ্ঞরা বলছেন, ২০২০ সালে কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানিকে হত্যার পর ইরান ঠিক এভাবেই প্রতিক্রিয়া জানিয়েছিল। যদিও তখন ইচ্ছাকৃতভাবে প্রাণহানি এড়ানো হয়েছিল। এবার হয়তো সেই সংযম দেখা যাবে না।

অন্যদিকে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দীর্ঘদিন ধরে স্বল্প দূরত্বের নৌযান ও ড্রোন দিয়ে ‘ঝাঁক হামলা’ চালানোর অনুশীলন করছে, যা দিয়ে মার্কিন যুদ্ধজাহাজগুলোকে বিপর্যস্ত করা সম্ভব। ইয়েমেনের হুতি মিত্রদের দিয়েও ভারত মহাসাগর ও লোহিতসাগর এলাকায় পশ্চিমা জাহাজে হামলা চালাতে পারে ইরান।

সবচেয়ে গুরুতর ও অর্থনৈতিক আঘাত হতে পারে হরমুজ প্রণালি বন্ধ করে দিয়ে। এই পথে বিশ্বের ২০ শতাংশ তেল সরবরাহ হয়। সমুদ্র মাইন পুঁতে এই প্রণালি অচল করে দেওয়া হলে বিশ্বের অর্থনীতি কেঁপে উঠতে পারে। তবে এ ধরনের হামলা করলে ইরান আবার তার উপসাগরীয় প্রতিবেশীদের শত্রুতে পরিণত হবে।

দ্বিতীয় পদক্ষেপে ইরান চাইলেই এখন উত্তেজনা প্রশমিত হওয়ার অপেক্ষা করতে পারে এবং পরে যখন মার্কিন ঘাঁটিগুলো সর্বোচ্চ সতর্কতা থেকে সরে যাবে, তখন আচমকা হামলা চালাতে পারে।

এই হামলা কূটনৈতিক, বাণিজ্যিক মিশন বা মার্কিন ব্যক্তিত্বদের লক্ষ্য করে হতে পারে। তবে এতে নতুন করে মার্কিন প্রতিশোধের ঝুঁকিও থেকে যাবে; বিশেষ করে, যখন সাধারণ ইরানিরা শান্তিতে ফিরছে।

ইরানের জন্য তৃতীয় পদক্ষেপ হতে পারে সবচেয়ে কঠিন। এটি হলো কোনো প্রতিক্রিয়া না দেখানো। এতে করে ইরান যুক্তরাষ্ট্রের পরবর্তী আঘাত থেকে রক্ষা পেতে পারে, এমনকি কূটনৈতিক পথে ফিরে আলোচনায়ও অংশ নিতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, আলোচনায় তারা কখনোই পিছিয়ে যায়নি, বরং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলই বারবার তা বানচাল করেছে।

তবে আলোচনা ফলপ্রসূ হতে হলে ইরানকে একটি ‘লাল রেখা’ মেনে নিতে হবে। এ ক্ষেত্রে তাদের পরমাণু কর্মসূচির ইউরেনিয়াম দেশের বাইরে নিয়ে গিয়ে সমৃদ্ধ করতে হবে।

সবচেয়ে বড় বিষয়টি হলো, যুক্তরাষ্ট্রের হামলার কোনো প্রতিক্রিয়া না দেখালে ইরানের ‘ভয়ংকর প্রতিশোধের’ হুমকি ফাঁকা বুলি হিসেবে প্রমাণিত হবে। এটি দেশটির জনগণের চোখে শাসনব্যবস্থার দুর্বলতা প্রকাশ করতে পারে।

ইরানের সামনে এখন প্রতিশোধ, কূটনীতি বা ধৈর্যের এক কঠিন সিদ্ধান্ত। এই মুহূর্তে প্রতিটি পছন্দই ঝুঁকিপূর্ণ এবং এই পছন্দই নির্ধারণ করবে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ।

ইরান ও ইসরায়েলে সমানতালে চলছে যুদ্ধের প্রস্তুতি

পাকিস্তানকে এফ-১৬ আধুনিকীকরণের প্যাকেজ, ভারতকে কী বার্তা দিতে চান ট্রাম্প

ডার্ক ফ্লিট: নিষেধাজ্ঞা এড়িয়ে যেভাবে চলে ইরান ও ভেনেজুয়েলার তেল পাচার

এআই চাকরি কেড়ে নিচ্ছে আমেরিকায়, কিন্তু নিয়োগ বাড়াচ্ছে ভারতে—কীভাবে

যুক্তরাষ্ট্রের নতুন নিরাপত্তা কৌশল এশিয়ার জন্য চ্যালেঞ্জ না সম্ভাবনা

শত বছর আগে জাপানের কাছে হারের বদলা চান সি চিন পিং!

কোন দেশে সম্পদ ও আয়ের বৈষম্য সর্বাধিক, বাংলাদেশের চিত্র কেমন

যুদ্ধক্ষেত্রে কতটা দক্ষ ইতালির জঙ্গি বিমান ইউরোফাইটার টাইফুন

থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘাত থামেনি, ট্রাম্প ‘থামিয়েছেন’ দাবি করা অন্য যুদ্ধগুলোর কী অবস্থা

তুরস্কের গোয়েন্দা সহায়তায় যেভাবে ‘দামেস্কের আমির’ হলেন আল–শারা