হোম > আড্ডা

জাহাজ বাড়ি

সম্পাদকীয়

ধানমন্ডি লেকে এক যুগ আগেও যারা আড্ডা দিতে যেতেন, নিশ্চয়ই তাঁদের নজর এড়ায়নি লালরঙা জাহাজ বাড়িটি। ১৯৯৩-৯৪ সালে ব্যবসায়ী এ কে এম আনোয়ারুল হক চৌধুরী ধানমন্ডির ৫/এ এলাকায় একটি বাড়ি নির্মাণ করেন। বাড়িটির নাম তিনি দিয়েছিলেন ‘চিশতিয়া প্যালেস’। ১৯৯৬ সালে সাধারণের চলাচলের জন্য ঢাকা সিটি করপোরেশন রাস্তা তৈরি করতে বাড়িটির লেকসংলগ্ন দেয়াল ভেঙে ফেলতে হয়। তখন বাড়ির কর্তা দেয়ালটিকে জাহাজের আকৃতিতে পুনর্নির্মাণ করেন। এর পর থেকে বাড়িটি লোকমুখে পরিচিতি পায় ‘জাহাজ বাড়ি’ হিসেবে। গির্জার সঙ্গে এই বাড়ির স্থাপত্যশৈলীর মিল থাকায় অনেকে এটিকে গির্জা মনে করত। রহস্যময় এই বাড়িটিকে অনেকে আবার ডাকত ‘জিনের বাড়ি’ বলে। ২০১১ সালে আনোয়ারুল হকের মৃত্যুর পর বাড়িটিতে ফাটল ধরলে তাঁর পরিবার ২০১৫ সালে এটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয়। এখন সেখানে দাঁড়িয়ে আছে ১৪ তলা একটি বাণিজ্যিক ভবন—চিশতিজ ইয়ট।

ছবি: এজাজ-উল-ইসলাম

কোচির ইহুদি পরিবারের ঐতিহ্য যেভাবে বাঁচিয়ে রাখছেন এক মুসলিম

গাবতলী সেতু বধ্যভূমি

সাহিত্যচর্চা এবং মানুষের প্রতি কমিটমেন্ট

রমনা কালীবাড়ি বধ্যভূমি

আমাদের অর্জন অনেক

এবার অক্সফোর্ডের বর্ষসেরা শব্দ ‘রেজ বেইট’—এর অর্থ কী

রাষ্ট্রীয় সংস্কার করতে গিয়ে প্রাণ দিয়েছেন যে মার্কিন প্রেসিডেন্ট

জল্লাদখানা বধ্যভূমি

সিদলের স্বাদ

লেখকের সামাজিক অঙ্গীকার