হোম > আড্ডা

ভালো বই

সম্পাদকীয়

ভালো বই বলতে কী বোঝায়? কোন বইকে ভালো বই বলা হবে? নিশ্চয়ই যে বইয়ের সাহিত্যমূল্য আছে, সেটাই ভালো বই। কিংবা যে বইয়ের রয়েছে ঐতিহাসিক মূল্য, সে বইকেও ভালো বই বলা যায়। কিন্তু সত্যিই কি ভালো বই এ রকম সংজ্ঞা মেনে চলে?

সেই কবে থেকে শেক্‌সপিয়ার তাঁর হ্যামলেট, ম্যাকবেথ, কিং লিয়র, ওথেলো নিয়ে পৃথিবী কাঁপাচ্ছেন। এখনো দেদার বিক্রি হচ্ছে তাঁর নাটকগুলো। হোমারের ইলিয়াড আর ওডিসিও পড়ছে মানুষ গোগ্রাসে। একজুপেরির ছোট্ট রাজপুত্তুর এখনো সর্বাধিক বিক্রীত বইয়ের একটি। জীবনানন্দ দাশের কবিতার পাঠক আজও কমেনি।

কিন্তু সৈয়দ শামসুল হক ভালো বই সম্পর্কে এক অদ্ভুত কথা জানাচ্ছেন। কমলাপুরে কোনো এক ভোরে ট্রেন ধরতে গিয়ে তিনি পেলেন এই অদ্ভুত তথ্য। স্টেশনে পৌঁছেছিলেন নির্দিষ্ট সময়ের একটু আগেই। শোভনশ্রেণির প্রবেশপথের বাঁ হাতে পড়ে দুটো বইয়ের স্টল। সময় হাতে থাকায় একটি স্টলে দাঁড়িয়ে বই দেখছিলেন তিনি। বই দেখতে দেখতে দোকানিকে জিজ্ঞেস করলেন, ‘কী ধরনের বই বিক্রি হয় বেশি? লোকে কী ধরনের বই চায়?’

দোকানি বললেন, ‘সব ধরনের বইই তো চলে। তবে যে বই বেশি চলে, সে বই তো রাখি না।’

বেশি চলে, অথচ রাখেন না! ব্যাপার কী?

এই কৌতূহলের উত্তরও পেয়ে যান।

দোকানি বলেন, ‘খারাপ বই।’

খারাপ বই মানে পর্নোগ্রাফি। সৈয়দ হকের কৌতূহল বেড়ে যায়। তিনি প্রশ্ন করেন, ‘মানুষ এই খারাপ বই চায় কীভাবে?’

দোকানি উত্তর দেন, ‘এসে বলে, “ভালো বই” আছে? ভালো বই উচ্চারণ করলেই বোঝা যায়, খারাপ বই চাইছে।’

কৌতূহল মেটাতে পাশের বইয়ের স্টলে গেলেন সৈয়দ হক। তিনিও বললেন একই কথা, ‘লোকে এসে জিজ্ঞেস করে, ভালো বইটই আছে? তার মানে বুঝতে পারছেন না, কোন বই চায়?’ 

সূত্র: সৈয়দ শামসুল হক, হৃৎকলমের টানে, পৃষ্ঠা ৯০-৯১ 

কোচির ইহুদি পরিবারের ঐতিহ্য যেভাবে বাঁচিয়ে রাখছেন এক মুসলিম

গাবতলী সেতু বধ্যভূমি

সাহিত্যচর্চা এবং মানুষের প্রতি কমিটমেন্ট

রমনা কালীবাড়ি বধ্যভূমি

আমাদের অর্জন অনেক

এবার অক্সফোর্ডের বর্ষসেরা শব্দ ‘রেজ বেইট’—এর অর্থ কী

রাষ্ট্রীয় সংস্কার করতে গিয়ে প্রাণ দিয়েছেন যে মার্কিন প্রেসিডেন্ট

জল্লাদখানা বধ্যভূমি

সিদলের স্বাদ

লেখকের সামাজিক অঙ্গীকার