হোম > আড্ডা

দেশের প্রথম গির্জা

সম্পাদকীয়

১৫৪০ খ্রিষ্টাব্দে ইগ্নেসিয়াস লয়োলা নামে এক স্প্যানিশ ব্যক্তি জেসুইটা বা যিশুর সম্প্রদায় গঠন করেন। এই সম্প্রদায়ের খ্রিষ্টানরা খ্রিষ্টধর্ম প্রচারের উদ্দেশ্যে পৃথিবীর নানা জায়গায় ছড়িয়ে পড়েন। পিয়েরে ডু জারিক নামের এক ফরাসি ঐতিহাসিকের মতে, ১৫৯৯ খ্রিষ্টাব্দের নভেম্বরে ফনসেকা নামের একজন খ্রিষ্টান পাদরি নদীপথে মহারাজা প্রতাপাদিত্যের রাজধানী ঈশ্বরীপুরে (সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার একটি গ্রাম) পৌঁছান খ্রিষ্টধর্ম প্রচারে।

ফাদার সোসা নামের আরেকজন পাদরিকে সঙ্গে নিয়ে ফনসেকা দেখা করেন রাজার সঙ্গে। রাজাকে বেরিঙ্গান নামের একপ্রকার সুস্বাদু কমলালেবু উপহার দিয়েই হয়তো মন জয় করে নেন ফনসেকা। তাই রাজার কাছে খ্রিষ্টানপল্লিতে একটি গির্জা নির্মাণের অনুমতি চাইলে আনন্দের সঙ্গেই তিনি এতে সায় দেন। তৎক্ষণাৎ শুরু হয়ে ডিসেম্বরের মধ্যে শেষ হয় গির্জার নির্মাণকাজ। এটি ছিল বাংলাদেশে প্রথম খ্রিষ্টান গির্জা, যেটি যিশুর গির্জা নামে পরিচিত ছিল। গির্জাটি এখন নেই। সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হওয়ার আগে সম্ভবত এই ছবিটি তোলা হয়েছিল।

ছবি: সংগৃহীত

আমাদের অর্জন অনেক

এবার অক্সফোর্ডের বর্ষসেরা শব্দ ‘রেজ বেইট’—এর অর্থ কী

রাষ্ট্রীয় সংস্কার করতে গিয়ে প্রাণ দিয়েছেন যে মার্কিন প্রেসিডেন্ট

জল্লাদখানা বধ্যভূমি

সিদলের স্বাদ

লেখকের সামাজিক অঙ্গীকার

চটপটিটা মজার

উপন্যাস

ঘসেটি বিবির মসজিদ

আগৈলঝাড়ার ছানার সন্দেশ