হোম > আড্ডা

৭০০ বছরের সাতৈর মসজিদ

সম্পাদকীয়

আনুমানিক ৭০০ বছর আগে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর গ্রামে বসবাস করতেন বহু আউলিয়া। তাদের মধ্যে হযরত শাহ সুফি শায়েখ শাহ ছতুরীর মুরিদ ছিলেন স্বাধীন বাংলার সুলতান আলাউদ্দিন হোসেন শাহ। ধারণা করা হয়, সুলতান তাঁর পীরের সম্মানে সাতৈর গ্রামে নির্মাণ করেন ৯ গম্বুজবিশিষ্ট একটি মসজিদ। পরবর্তীকালে এটি জঙ্গলে ঢেকে পরিত্যক্ত হয়ে যায়। বিশ শতকের শুরুর দিকে মসজিদটি আবিষ্কৃত হলে তা ব্যাপক সংস্কার ও পুনর্নির্মাণ করা হয়।

মসজিদের কাছ দিয়ে চলে গেছে ঐতিহাসিক গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। তাই অনেকে মনে করেন এটি শের শাহের আমলে নির্মিত। সাতৈর শাহি জামে মসজিদ নামে পরিচিত এই স্থাপনাটিকে নিয়ে রয়েছে নানা জনশ্রুতি। যেমন, এটি আল্লাহর হুকুমে এক রাতে মাটি ভেদ করে গজিয়ে ওঠে, ভেতরের চারটি খুঁটি হাসে-কাঁদে, পিলারগুলোর কাছে যা চাওয়া হয় তা-ই পাওয়া যায়, ইট বাড়িতে রাখলে উইপোকা ধরে না কিংবা মসজিদের ধুলি গায়ে মাখলে রোগ দূর হয় ইত্যাদি।

ছবি: সংগৃহীত

লেখা ছেড়ে দেওয়া বিষয়ে

ন্যাশনাল জুট মিলস বধ্যভূমি

বধ্যভূমি ৭১

রহনপুর গণকবর

ইলিয়াসের সাক্ষাৎকার প্রসঙ্গে শাহাদুজ্জামান

শিয়ালবাড়ি বধ্যভূমি

কোচির ইহুদি পরিবারের ঐতিহ্য যেভাবে বাঁচিয়ে রাখছেন এক মুসলিম

গাবতলী সেতু বধ্যভূমি

সাহিত্যচর্চা এবং মানুষের প্রতি কমিটমেন্ট

রমনা কালীবাড়ি বধ্যভূমি