হোম > বিশ্ব > এশিয়া

জাপানে বন্দুক ও ছুরি হামলায় ৪ জন নিহত

জাপানের নাগানো অঞ্চলে বন্দুক ও ছুরি হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন পুলিশ সদস্য। এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের বরাতে বিবিসি জানায়, বৃহস্পতিবার (২৫ মে) বিকেলে নাগানোর প্রশাসনিক অঞ্চলের নাকানোতে হামলা চালায় বন্দুকধারী। হামলাকারী প্রথমে এক নারীকে ছুরিকাঘাত করে এবং পরে রাইফেল হাতে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় ওই নারীকে হাসপাতালে নেওয়া হয়। পরে তিনি মারা যান। 

হামলাকারী একটি অফিস ভবনে আত্মগোপন করেন। পরে তাঁকে সেখান থেকে আটক করা হয়। জাপান পুলিশের এক মুখপাত্র সংবাদমাধ্যমকে জানান, ওই সন্দেহভাজনকে আটক করা হয়েছে।

অস্ত্র নিয়ন্ত্রণ আইন অত্যন্ত কঠিন হওয়ায় জাপানে বন্দুক হামলার মতো ঘটনা একেবারে বিরল। দেশটিতে কেউ অস্ত্র কিনতে চাইলে কঠোর প্রক্রিয়ার মধ্য দিয়ে লাইসেন্স পেতে হয়। এমনকি ক্রেতাকে মানসিক স্বাস্থ্যের পরীক্ষাও দিতে হয়।

যদিও গত বছরের জুলাইয়ে বন্দুক হামলায় নিহত হন দেশটির সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে। দীর্ঘদিন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা আবের হত্যাকাণ্ড গোটা দেশকে স্তম্ভিত করে দিয়েছিল।

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

বন্ডাই বিচ ট্র্যাজেডি: ভারত ও অস্ট্রেলিয়ার পাসপোর্টে ফিলিপাইনে গিয়েছিল হামলাকারী বাবা-ছেলে