হোম > সারা দেশ > যশোর

নিয়ন্ত্রণ হারিয়ে আট দোকান ভাঙল পণ্য বোঝাই ট্রাক  

যশোরের মনিরামপুরে পণ্য বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে আটটি দোকানের এক পাশ ভেঙে দিয়েছে। আজ মঙ্গলবার সকালে যশোর-চুকনগর সড়কের বেকারিতলা বাজারে এ ঘটনা ঘটে। এতে দোকানগুলোর সামনের দেওয়াল ও চালা ভেঙে গেছে। তবে এ সময় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

বেগারিতলা বাজারের ব্যবসায়ী ইমরান হোসেন বলেন, ভোর সাড়ে পাঁচটার দিকে দোকানদাররা এসে ব্যবসাপ্রতিষ্ঠান খুলছিলেন। এ সময় যশোরের দিক থেকে ছেড়ে আসা একটি পণ্যবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের পূর্ব পাশের সারিবদ্ধ দোকানের এক পাশ দিয়ে ধাক্কা দিয়ে যায়। এতে আতিয়ার রহমানের হোটেল, বাবুর ভাজার দোকান, শাহজাহান আলীর পানের দোকান, মৃণাল দাসের সেলুন ঘর, রাসেল ও ইসমাইল হোসেনের ইলেকট্রনিক্সের দোকান, রবিউল ইসলামের সাইকেল গ্যারেজ ও নুরুল আমিনের চা দোকানের সামনের অংশের দেওয়াল ও টিনের চালা ভেঙ্গে গেছে।

ইমরান হোসেন আরও বলেন, ‘নিয়ন্ত্রণ হারানোর সময় ট্রাকের চালক ভিতরে ঘুমিয়ে ছিলেন। তাঁর সহযোগি গাড়ি চালানোতে দুর্ঘটনা ঘটে। ট্রাক ও চালক বাজার কমিটির জিম্মায় আছে। চালকের সহযোগি পালিয়ে গেছে।’

বেগারিতলা বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন, গেল বছর বাজারের একইস্থানের দোকানে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ায় ৫ জনের প্রাণহানি ঘটেছিল।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, বিষয়টি আমাদের কেউ জানায়নি। পুলিশ পাঠিয়ে খবর নিচ্ছি।

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা