হোম > শিক্ষা

মনিপুর বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি ঢাকার জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানী ঢাকার মনিপুর স্কুল অ্যান্ড কলেজে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি করা হয়েছে ঢাকার জেলা প্রশাসককে। আজ মঙ্গলবার ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার আজকের পত্রিকাকে এ তথ্য জানান। 

তপন কুমার সরকার বলেন, ঢাকার জেলা প্রশাসককে সভাপতি করে ৬ মাস মেয়াদি অ্যাডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। 

ঢাকা শিক্ষা বোর্ড সূত্র জানায়, পদাধিকারবলে অ্যাডহক কমিটির সভাপতি হয়েছেন ঢাকার বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, সাধারণ শিক্ষক সদস্য মো. আলমগীর জামিল, অভিভাবক সদস্য জাকিয়া শিল্পী। অ্যাডহক কমিটির সদস্যসচিব করা হয়েছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজধানীর মনিপুর উচ্চবিদ্যালয়ে অ্যাডহক কমিটির সঙ্গে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেনের বিরোধ চলছে। এর জের ধরে ১৭ মে তাঁকে অব্যাহতি দেয় অ্যাডহক কমিটি। এ নিয়ে পাল্টাপাল্টি আন্দোলনে নামে শিক্ষকদের দুটি পক্ষ। আন্দোলন চলাকালে কলেজ ক্যাম্পাসে আসেন শিল্প প্রতিমন্ত্রী ও প্রতিষ্ঠানের গভর্নিং বডির সাবেক সভাপতি কামাল আহমেদ মজুমদার। এ সময় তিনি বলেন, ‘তিল তিল করে প্রতিষ্ঠান গড়ে তুলেছি। আমার প্রতিষ্ঠানে কোনো জামায়াত-শিবিরের লোক থাকবে না, স্বাধীনতাবিরোধী লোক থাকবে না।’ শিক্ষকেরা ক্লাসে না ফিরলে মামলার হুমকিও দেন তিনি। পরে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। 

এর আগে গত ২৭ ফেব্রুয়ারি মো. জাকির হোসেনকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেয় উচ্চ আদালত এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ সিদ্ধান্ত মানতে চায়নি ম্যানেজিং কমিটি। এ নিয়ে দুই পক্ষ বিদ্যালয়টিতে ছুটি-পাল্টা ছুটি ঘোষণা করে। শিক্ষাপ্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সাবেক সভাপতি স্থানীয় সংসদ সদস্য ও শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার গত ১২ মার্চ জাকির হোসেনকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ঘোষণা দিলে সংকট কাটে।

তিন দিনে ৫ পরীক্ষা বিপাকে শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ ডিসেম্বর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু আজ

উচ্চশিক্ষা কোনো বিশেষ শ্রেণির জন্য নয়, এটি সবার অধিকার

পাঠকবন্ধুর মহান বিজয় দিবস উদ্‌যাপন

উত্তরার গ্লেনরিচ ইন্টারন্যাশনাল: স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জসহ ৭ অ্যাওয়ার্ড জয়

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা: চিকিৎসা নৃবিজ্ঞানে বাংলাদেশি মিথিলার পথচলা

কৃষক বাবার স্বপ্নপূরণে মেডিকেলে পড়ছেন উর্মি

ব্যাংকে ব্যবহৃত ৮টি ইংরেজি বাক্য (পর্ব-৬)

জাপানের বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত মেক্সট বৃত্তি