হোম > বিশ্ব

কলম্বিয়ার বিদ্রোহীদের হামলায় অন্তত ৯ সেনা নিহত

কলম্বিয়ার নর্তে দে সান্তান্দার প্রদেশে একটি সেনা ঘাঁটিতে বিদ্রোহীদের হামলায় অন্তত ৯ জন সেনা সদস্য নিহত হয়েছেন। আজ বুধবারের এ হামলায় আরও ৮ সেনা আহত হয়েছেন। ন্যাশনাল লিবারেশন আর্মির (ইএলএন) মর্টার শেল হামলায় সেনারা নিহত হয়েছেন বলে দাবি করেছে কলম্বিয়ার সরকার। ইএলএনের বিদ্রোহীরা এল কারমেনের পৌরসভার ঘাঁটিতে ঘরে তৈরি মর্টার শেল নিক্ষেপ করে।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, কলম্বিয়ায় শান্তি প্রতিষ্ঠার জন্য প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর সঙ্গে ইএলএনের শান্তি আলোচনা চলছে। এর মধ্যই এ হামলা হলো। প্রেসিডেন্ট পেত্রো বলেছেন, হামলাকারীরা এখনো শান্তি থেকে অনেক দূরে।

যে এলাকায় ঘটনাটি ঘটেছে সেটি একটি ইএলএন দুর্গ হিসেবে পরিচিত। হামলায় নিহত ৯ সেনার মধ্য ৭ জন সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য হয়েছিলেন। নভেম্বর থেকে দুই পক্ষের মধ্যে শান্তি আলোচনা চলছে। কিন্তু এখন পর্যন্ত যুদ্ধবিরতির বিষয়ে দ্বিপক্ষীয় সম্মতি আসেনি।

তিন বছরের বিরতি শেষে পুনরায় শান্তি আলোচনা শুরু হওয়ার পর সবচেয়ে মারাত্মক এই হামলা। কলম্বিয়ার সব অবৈধ সশস্ত্র গোষ্ঠীর আত্মসমর্পণের পথে এই হামলা প্রেসিডেন্ট পেত্রোর জন্য আরেকটি বড় ধাক্কা।

পেত্রো প্রথম বামপন্থী রাজনীতিবিদ যিনি কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তাঁর সরকার গত সপ্তাহে দেশটির প্রধান মাদক পাচারকারী উপসাগরীয় গোষ্ঠীর সঙ্গে যুদ্ধবিরতি বাতিল করেছে।

পেত্রোর পূর্বসূরি ডানপন্থী নেতা ইভান দুকে ২০১৯ সালে ইএলএনের সঙ্গে শান্তি আলোচনা বন্ধ করে দেন। ওই বছর বিদ্রোহী এ সংগঠন কলম্বিয়ার রাজধানী বোগোটায় এক পুলিশ একাডেমির একটি গাড়ি বোমা হামলা চালায়। এতে ২২ জন নিহত হন। 

প্রেসিডেন্ট পেত্রো গত সোমবার বৈঠকের জন্য সরকারি প্রতিনিধি দল এবং শান্তি আলোচনায় অংশ নেওয়া দেশগুলোকে আহ্বান করেছেন। এ বৈঠকে তাঁরা কলম্বিয়ার শান্তি প্রক্রিয়ার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন।

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ