হোম > রাজনীতি

বিচার না করায় র‍্যাব কর্মকর্তাদের বিরুদ্ধে আবারও অভিযোগ: মির্জা ফখরুল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নওগাঁয় র‍্যাবের বিরুদ্ধে একজন নারীকে নির্যাতন করে হত্যার অভিযোগে ক্ষোভ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, পূর্ববর্তী বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং গুমে জড়িত র‍্যাব কর্মকর্তাদের বিচার না করায় আবারও তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। 

আজ সোমবার রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভায় ফখরুল এসব কথা বলেন। 

র‍্যাবের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘নওগাঁর একজন নারী মারা গেছেন। চিকিৎসকেরা বলছেন তাঁর মাথার ভেতরে অনেক রক্তপাত হয়েছে। তাঁর কপালে, মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। যে র‍্যাবকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেই র‍্যাবের বিরুদ্ধেই আবার অভিযোগ উঠেছে তারা নির্যাতন করে এই নারীকে হত্যা করেছে। দুঃখজনক ব্যাপার হচ্ছে তাঁর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দেওয়া হয়েছে।’

ফখরুল আরও বলেন, এই সরকারের যত আইন সবই হচ্ছে মানুষকে অত্যাচার, নির্যাতন করার জন্য। বলা হচ্ছে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হয়ে গেছে। কিন্তু আবারও ঘটছে কারণ এই সরকার সেই সব কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি যাদের বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুমের অভিযোগ ছিল। আজকে তাঁদের আরও পুরস্কৃত করা হচ্ছে। তাঁদের পদোন্নতি হচ্ছে, বলা হচ্ছে তাঁদের এমপি নমিনেশন দেওয়া হবে।

ফখরুল অভিযোগ করে বলেন, ‘এই দেশে এখন কোনো আইনের শাসন নেই। কোনো গণতান্ত্রিক প্রতিষ্ঠান নেই। আমাদের সব অধিকার কেড়ে নেওয়া হয়েছে। সত্যিকার অর্থেই আমাদের দেশটাকে একটা মধ্যযুগীয় বর্বর দেশে পরিণত করা হয়েছে।’

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি উলফাত আজিজের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ নোমান, শাজাহান ওমর, আহমেদ আজম খান, উপদেষ্টা বজলুর রহমান, মনিরুল হক চৌধুরী, জয়নুল আবদিন ফারুক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান সরোয়ার প্রমুখ।

প্রথম আলো-ডেইলি স্টার-ছায়ানটে অগ্নিসংযোগের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিন্দা

হাদির মৃত্যু ঘিরে নৈরাজ্য নির্বাচন বানচালের ষড়যন্ত্র: বিএনপি

প্রথম আলো-ডেইলি স্টারে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির তীব্র নিন্দা

প্রথম আলো, ডেইলি স্টার পরিদর্শনে গণতান্ত্রিক সংস্কার জোটের নেতারা

কিছু নির্দিষ্ট স্থানে হামলা নির্বাচন বানচালের চেষ্টা কি না, সন্দেহ সালাহউদ্দিনের

আমরা ভারতীয় দূতাবাস ভাঙচুর করতে চাই না: নাসীরুদ্দীন পাটওয়ারী

ট্রাভেল পাস পেলেন তারেক রহমান

ময়মনসিংহে ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গোলাম পরওয়ারের নিন্দা

ওসমান হাদিকে কবি নজরুলের পাশে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে: জুমা

উসকানিতে পা না দেওয়ার আহ্বান জামায়াত আমিরের