হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেন যুদ্ধ দীর্ঘ করতে না চাইলে যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র দিন, ইউরোপকে জেলেনস্কি

ইউরোপীয় নেতাদের প্রতি দ্রুত আধুনিক অস্ত্র পাঠানোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, তাঁর বাহিনীকে যুদ্ধবিমান ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মতো আধুনিক অস্ত্রের সরবরাহ দ্রুত বাড়াতে হবে ইউরোপকে। অন্যথায় ইউরোপীয় নেতাদের বছরের পর বছর ধরে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়া উচিত।

বৃহস্পতিবার (২৩ মার্চ) দক্ষিণ ও পূর্ব ইউক্রেনে সম্মুখ সারির কাছের যুদ্ধক্ষেত্র পরিদর্শন শেষে কিয়েভগামী ট্রেন থেকে ব্রাসেলসে অনুষ্ঠিত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতাদের সম্মেলনে ভার্চুয়ালি অংশ নিয়ে এসব কথা বলেন জেলেনস্কি। এদিন ইউরোপীয় নেতাদের উদ্দেশে জেলেনস্কি বক্তব্য দেওয়ার সময় তাঁকে আবেগপ্রবণ হতে দেখা যায়। এক ইইউ কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। 

দীর্ঘ বক্তব্যে জেলেনস্কি বলেন, রাশিয়ার ইউক্রেন আগ্রাসন দ্বিতীয় বছরে পড়েছে। এখন ইইউর ওপর নির্ভর করছে, তারা রাশিয়াকে প্রতিহতে কোনো পদক্ষেপ নেবে কি না। এ সময় তিনি কিয়েভে ১০ লাখ কামানের গোলাবারুদ পাঠানোর সাম্প্রতিক পরিকল্পনাকে স্বাগত জানান। এ ছাড়া পশ্চিমাদের কাছে আবারও যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র চান তিনি। 

যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র পেলে রুশ বাহিনীকে সত্যিকারভাবে থামানো যাবে বলে মনে করেন জেলেনস্কি। ইউরোপের দেশগুলোর পদক্ষেপে হতাশা প্রকাশ করেন তিনি। এ ছাড়া অভিযোগের সুরে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘মনে হচ্ছে মস্কোর ওপর নিষেধাজ্ঞা দেওয়ায় ইইউর কোনো তাগিদ নেই।’ 

ইইউ নেতাদের উদ্দেশে জেলেনস্কি বলেন, ‘ইউরোপ যদি এত সময় নেয়, তবে এই অশুভ শক্তি (রাশিয়া) হয়তো আবার সংগঠিত হয়ে বছরের পর বছর যুদ্ধ করবে। আর এটি প্রতিহত করার ক্ষমতা আপনাদের রয়েছে।’

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন

চেলসি ক্লাব বিক্রির অর্থ ইউক্রেনকে দিতে হবে—রুশ ধনকুবেরকে ব্রিটিশ আলটিমেটাম

ক্যানসার আক্রান্ত শিশুদের সঙ্গে প্রতারণা, ৪০ লাখ ডলার আত্মসাতের নেপথ্যে এক ইসরায়েলি

আবারও পোল্যান্ডে সেনা পাঠাচ্ছে জার্মানি

শান্তির জন্য ন্যাটোর আশা ছাড়ার ইঙ্গিত দিল ইউক্রেন