হোম > বিশ্লেষণ

মোদির মানহানি: দণ্ডিত রাহুলের ভাগ্যে যা ঘটতে পারে

সংসদ সদস্য পদ হারাতে পারেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ২০১৯ সালের একটি মানহানির মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর ভারতের একটি আদালত আজ তাঁর দুই বছরের কারাদণ্ড দিয়েছেন। আদালতের রায়ের পর রাহুলের সংসদ সদস্যের পদ ঝুঁকিতে পড়তে পারে বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, আইন বিশেষজ্ঞরা বলছেন, এই মামলায় রাহুলকে ৩০ দিনের জামিন দিয়েছেন আদালত। এর মধ্যে রায়ের বিরুদ্ধে তাঁকে উচ্চ আদালতে আপিল করতে হবে। তা না হলে তাঁকে গ্রেপ্তার করা হতে পারে। একই সঙ্গে ভারতীয় আইন অনুযায়ী রাহুল তাঁর সংসদ সদস্য পদটিও হারাতে পারেন।

এনডিটিভি জানিয়েছে, এই মামলায় আদালতে হাজিরা দেওয়ার জন্য গতকালই গুজরাটের সুরাটে পৌঁছেছেন রাহুল গান্ধী। কংগ্রেসের শীর্ষ নেতারা তাঁকে স্বাগত জানান।

২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে কর্ণাটকের কোলারে একটি সমাবেশে বক্তৃতা করার সময় রাহুল গান্ধী অভিযোগ করে বলেছিলেন, ‘সব চোরের উপাধি কীভাবে মোদি হয়!’ তাঁর এ মন্তব্যের পর বিজেপির বিধায়ক ও গুজরাটের সাবেক মন্ত্রী পূর্ণেশ মোদি রাহুলের বিরুদ্ধে মামলা করেন।

ভারতের জনপ্রতিনিধিত্ব আইন ১৯৫১-এর ৮(৩) ধারায় বলা হয়েছে সংসদ সদস্য যে মুহূর্তে কোনো অপরাধে দোষী সাব্যস্ত হন এবং কমপক্ষে দুই বছরের সাজাপ্রাপ্ত হন, তখন থেকে তিনি অযোগ্য বলে বিবেচিত হন। 

বিশেষজ্ঞদের মতে, গুজরাটের সুরাটের বিচারিক আদালতের আদেশের ভিত্তিতে লোকসভা সচিবালয় রাহুল গান্ধীকে অযোগ্য ঘোষণা করতে পারে এবং তার ওয়ানাড আসনটি শূন্য ঘোষণা করতে পারে। পরে ওই আসনটিতে নির্বাচন ঘোষণা করবে নির্বাচন কমিশন। এমনটি তখনই হবে, যখন উচ্চ আদালতে দোষী সাব্যস্ত হবেন রাহুল।

ভারতীয় আইন অনুযায়ী, আজকের রায় যদি উচ্চ আদালত বাতিল না করে, তাহলে রাহুল গান্ধী আগামী আট বছরের জন্য কোনো নির্বাচনে লড়তে পারবেন না। তবে কংগ্রেসের দলীয় সূত্র বলছে, এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে লড়বেন রাহুল। সেখানে সাজা ও আদেশ স্থগিত করার আবেদন গ্রহণ না হলে তাঁরা সুপ্রিম কোর্টে যাবেন।

বিশেষজ্ঞরা আরও বলছেন, ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ ধারার অধীনে একটি ফৌজদারি মানহানির মামলায় ২ বছরের সাজা যার অধীনে রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করা হয়েছিল এটি অত্যন্ত বিরল ঘটনা।

ভেনেজুয়েলার তেল আমাদের সম্পদ—ট্রাম্প প্রশাসনের এই দাবি কি যৌক্তিক

চীন চাইলে এক দিনেই ইউক্রেন যুদ্ধ থামাতে পারে, কিন্তু কীভাবে

‘ডেথ সেলে’ ইমরান খান—ক্রিকেট বিশ্বের নীরবতা নিয়ে প্রশ্ন

ইরান ও ইসরায়েলে সমানতালে চলছে যুদ্ধের প্রস্তুতি

পাকিস্তানকে এফ-১৬ আধুনিকীকরণের প্যাকেজ, ভারতকে কী বার্তা দিতে চান ট্রাম্প

ডার্ক ফ্লিট: নিষেধাজ্ঞা এড়িয়ে যেভাবে চলে ইরান ও ভেনেজুয়েলার তেল পাচার

এআই চাকরি কেড়ে নিচ্ছে আমেরিকায়, কিন্তু নিয়োগ বাড়াচ্ছে ভারতে—কীভাবে

যুক্তরাষ্ট্রের নতুন নিরাপত্তা কৌশল এশিয়ার জন্য চ্যালেঞ্জ না সম্ভাবনা

শত বছর আগে জাপানের কাছে হারের বদলা চান সি চিন পিং!

কোন দেশে সম্পদ ও আয়ের বৈষম্য সর্বাধিক, বাংলাদেশের চিত্র কেমন