হোম > ছাপা সংস্করণ

গুনাহকে ছোট মনে করতে নেই

মুফতি আবু দারদা

ইসলামের দৃষ্টিতে যা কিছু গুনাহ বা পাপকাজ, তা থেকে বিরত থাকা প্রত্যেক মুসলমানের কর্তব্য। গুনাহ যত ছোটই হোক, তা থেকে বেরিয়ে আসার মানসিকতা লালন করতে হবে। কোনো গুনাহ করে ফেললে সঙ্গে সঙ্গে তওবা করে নিতে হবে। গুনাহ যত ছোটই হোক, তাতে অটল থাকলে তা বড় গুনাহে পরিণত হয়। এ ব্যাপারে মহানবী (সা.) গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন।

হাদিসে এসেছে, মহানবী (সা.) বলেন, ‘ছোট ও তুচ্ছ পাপ থেকেও দূরে থেকো। … ছোট ও তুচ্ছ পাপের পাপীকে যখন ধরা হবে, তখন তা তাকে ধ্বংস করে ছাড়বে।’ (আহমদ: ৩৮৯) অন্য হাদিসে মহানবী (সা.) এরশাদ করেন, ‘নগণ্য ও ছোট গুনাহের ব্যাপারে সাবধান হও। কারণ সেগুলো মানুষের কাঁধে জমা হতে থাকে, এরপর তাকে ধ্বংস করে দেয়।’ (আহমাদ: ২৪৭০)

ইমানদার ব্যক্তি সব সময় আল্লাহর অবাধ্যতার ভয় করেন। কোনো গুনাহে জড়িয়ে পড়তে পারেন, এই ভয়ে আড়ষ্ট থাকেন। ছোট গুনাহ করলেও মহান আল্লাহর শাস্তির ভয় করেন। মহানবী (সা.) বলেন, ‘ইমানদার ব্যক্তি নিজের গুনাহগুলোকে এত বড় মনে করে, যেন সে একটা পাহাড়ের নিচে বসে আসে, এবং এই ভয় করে যে হয়তো পাহাড়টি তার ওপর ধসে পড়বে। আর পাপী ব্যক্তি নিজের গুনাহগুলোকে মাছির মতো মনে করে, যা তার নাকের ওপর দিয়ে চলে যায়।’ (বুখারি: ৬৩০৮)

সাহাবায়ে কেরাম সব ধরনের গুনাহকেই ধ্বংসাত্মক মনে করতেন। আনাস (রা.) বলেন, ‘তোমরা এমন সব (গুনাহের) কাজ করে থাকো, যা তোমাদের দৃষ্টিতে চুলের চেয়েও চিকন মনে হয়। কিন্তু নবী (সা.)-এর যুগে আমরা এগুলোকেই ধ্বংসাত্মক মনে করতাম।’ (বুখারি: ৬৪৯২) 

মুফতি আবু দারদা, ইসলামবিষয়ক গবেষক

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ