হোম > বিশ্ব

ভূমিকম্পের পর ধ্বংসস্তূপের নিচে জন্ম নিল শিশু, বেঁচে নেই মা

চারদিকে ধ্বংসের চিহ্ন আর আহাজারি। সিরিয়া ও তুরস্কে গতকালের ভয়াবহ ভূমিকম্প-পরবর্তী চিত্র এখন এমন। এর মাঝেই জন্ম নিল ফুটফুটে এক নবজাতক। ধারণা করা হচ্ছে, ভূমিকম্পের কয়েক ঘণ্টা পর ধ্বংসস্তূপের নিচেই নবজাতকটির জন্ম।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, সদ্য জন্ম নেওয়া নবজাতককে হাতে নিয়ে দৌড়ে আসছেন এক উদ্ধারকর্মী। সে সময় আরেক উদ্ধারকর্মীকে কাপড় এগিয়ে দিতে দেখা যায়। তবে দুর্ভাগ্যজনক, নবজাতকের মা মারা গেছেন।

ব্রিটিশ গণমাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদনে জানা যায়, সিরিয়ার উত্তরাঞ্চলের আলেপ্পোর আফরিন শহরের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয় ওই নবজাতককে। সদ্যোজাত শিশুটির মা কিংবা পরিবারের অন্য কেউ বেঁচে নেই। এ ছাড়া নবজাতকের বর্তমান অবস্থা জানা যায়নি বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে।

এদিকে ধ্বংসস্তূপের ভেতর থেকে সিরিয়া ও তুরস্কে আরও কয়েকটি শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একটি শিশুকে প্রায় ২০ ঘণ্টা আটকা পড়ে থাকার পর উদ্ধার করা হয়। সিরিয়ার স্বেচ্ছাসেবী সংগঠন হোয়াইট হেলমেটের প্রকাশ করা একটি ভিডিওতে শিশুটিকে উদ্ধারের মুহূর্ত দেখা যায়। 

দুঃখজনক হলেও সত্য, অসংখ্য শিশুকে জীবিত উদ্ধার করা সম্ভব হচ্ছে না। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ বলছে, তুরস্ক ও সিরিয়ার এই ভূমিকম্পে কয়েক হাজার শিশুর মৃত্যু হয়ে থাকতে পারে। 

গতকাল সোমবারের ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়া এখন পর্যন্ত ৫ হাজারের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে তুরস্কেই নিহত হয়েছেন প্রায় সাড়ে ৩ হাজার। আর সিরিয়ায় নিহত হয়েছেন ১ হাজার ৬০০ জনের বেশি। ক্ষতিগ্রস্ত কয়েক হাজার ভবন।

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত

ভেনেজুয়েলা উপকূলের কাছে আরেকটি তেলবাহী ট্যাংকারকে যুক্তরাষ্ট্রের ধাওয়া

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

ভেনেজুয়েলার আরও একটি তেলের ট্যাংকার ধাওয়া করছে মার্কিন বাহিনী

ভেনেজুয়েলায় মার্কিন হস্তক্ষেপ নিয়ে সতর্ক করলেন লুলা

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস

বিল ক্লিনটনকে ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে