হোম > জীবনধারা

অঞ্জন’স-এর পোশাক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ষড়্ঋতুর বাংলাদেশে শীত শেষে আসছে ঋতুরাজ বসন্ত। বসন্তে বাংলার প্রকৃতিতে আসে নতুন প্রাণ, নতুন রূপ। গাছে গাছে নতুন পাতা, ফুলে ফুলে রঙিন হয়ে ওঠে প্রকৃতি।

নতুন রূপের ঋতুরাজকে বরণ করতে উদ্‌গ্রীব থাকে প্রত্যেক বাঙালি। দিনটি আরও প্রাণবন্ত ও সুন্দরভাবে উদ্‌যাপনের জন্য অঞ্জন’স প্রতিবছর পোশাকের বিশেষ আয়োজন করে থাকে। হলুদ, বাসন্তী, সবুজ, লাল, কমলাসহ বিভিন্ন রঙে সাজানো হয়েছে এবারের বসন্ত আয়োজন।

কটন, ভয়েল, লিনেন কটন, কটন সিল্ক কাপড়ে সাজানো এবারের আয়োজনে পোশাকগুলো করা হয়েছে ব্লক প্রিন্ট, স্ক্রিন প্রিন্ট ও এমব্রয়ডারি দিয়ে। সব সময়ের মতো ডিজাইন ও প্যাটার্নে রয়েছে নতুনত্ব ও বৈচিত্র্য। সব বয়সীদের এই আয়োজনে মেয়েদের জন্য থাকছে শাড়ি, সালোয়ার-কামিজ এবং বিভিন্ন ধরনের ফতুয়া ও টপস।

ছেলেদের জন্য রয়েছে পাঞ্জাবি, শার্ট ও টি-শার্ট। শিশু-কিশোরদের জন্য থাকছে পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, সালোয়ার-কামিজ ও ফ্রক। পোশাকের পাশাপাশি হাতে তৈরি গয়না ও বিভিন্ন ধরনের উপহারসামগ্রী পাওয়া যাবে এবারের বসন্ত আয়োজনে।

বসন্তের এই নতুন আয়োজন অঞ্জন’স-এর সব স্টোর ও অনলাইন স্টোরে  পাওয়া যাবে।

রেস্তোরাঁ নয়, বাড়িতেই তৈরি করুন ক্রিস্পি চিকেন ফ্রাই

পৌষের হাওয়া লেগে ফাটছে গোড়ালি? সমাধান আছে ঘরেই

শীতে সব ধরনের চুলের জন্য ৫টি সেরা প্রাকৃতিক কন্ডিশনার

আজকের রাশিফল: ফুচকায় ঝাল কম দিতে বলুন, বড় অঙ্কের টাকা হাতে আসার সম্ভাবনা

শীতের সকাল শুরু হোক সুস্বাদু ও স্বাস্থ্যকর স্যুপ দিয়ে

নেপালের মহাপরিকল্পনায় এভারেস্ট রক্ষা পাবে তো?

গম্বুজ তলে শব্দের মেলা, পাঁচ পাঠাগারের কাব্যিক অভিযাত্রা

উত্তরের হিম রাজ্যে তুষারবিলাসের রোমাঞ্চ, হিমাঙ্কের নিচে তপ্ত রাত

আজকের রাশিফল: অহেতুক তর্কে মৌনতাই শ্রেয়, ঘর গোছাতে গিয়ে মাথা অগোছালো হবে

স্কিন টাইপ বা ত্বকের ধরন জানা কেন জরুরি: সুস্থ ত্বকের প্রথম ধাপ