হোম > চাকরি

ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনে স্থায়ী চাকরির সুযোগ

ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন (এসএফডিএফ) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন। বিজ্ঞপ্তি অনুসারে ৭ পদে ৫ম থেকে ১৬ তম গ্রেডে ১১৭ জনকে স্থায়ীভাবে নিয়োগ দেবে। যোগ্য ও আগ্রহী প্রার্থীদের ৩ ফেব্রুয়ারি মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

১. পদের নাম: উপমহাব্যবস্থাপক (আইসিটি)

পদসংখ্যা:

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞান/সিএসই/আইসিটি–সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স: সর্বোচ্চ ৪৫ বছর।

বেতন: ৪৩,০০০-৬৯, ৮৫০ টাকা (গ্রেড-৫) 

২. পদের নাম: সহকারী মহাব্যবস্থাপক (প্রোগ্রামার)

পদসংখ্যা:

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞান/সিএসই/আইসিটি–সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট পদে পাঁচ বছরের কর্মঅভিজ্ঞতা থাকতে হবে।

বয়স: সর্বোচ্চ ৪০ বছর।

বেতন: ৩৫,৫০০-৬৭, ০১০ টাকা (গ্রেড-৬) 

৩. পদের নাম: উপব্যবস্থাপক (হিসাব)

পদসংখ্যা:

যোগ্যতা: হিসাববিজ্ঞানে সম্মানসহ স্নাতকোত্তর অথবা হিসাববিজ্ঞানে সম্মানসহ স্নাতকোত্তর এবং সিএ কোর্স সম্পন্ন (সিসি) হতে হবে। সংশ্লিষ্ট কর্মক্ষেত্রে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 
বয়স: সর্বোচ্চ ৪০ বছর।

বেতন: ২২,০০০-৫৩, ০৬০ টাকা (গ্রেড-৯) 

৪.পদের নাম: উপজেলা ব্যবস্থাপক

পদসংখ্যা: ১৭

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর/সমমান ডিগ্রি। তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স: সর্বোচ্চ ৩৫ বছর।

বেতন: ১৬,০০০-৩৮, ৬৪০ টাকা (গ্রেড-১০)

যেসব জেলার প্রার্থীদের আবেদনের প্রয়োজন নেই: দিনাজপুর, রংপুর, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া, পাবনা ও পটুয়াখালী। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে এ শর্ত প্রযোজ্য নয়। 

৫. পদের নাম: মাঠ কর্মকর্তা

পদসংখ্যা: ২০

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বয়স: সর্বোচ্চ ৩৫ বছর।

বেতন: ১২,২০০-২৪, ৬৮০ টাকা (গ্রেড-১৪)

যেসব জেলার প্রার্থীদের আবেদনের প্রয়োজন নেই: দিনাজপুর, রংপুর, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া, পাবনা ও পটুয়াখালী। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে এ শর্ত প্রযোজ্য নয়। 

৬. পদের নাম: সহকারী হিসাবরক্ষক

পদসংখ্যা:

যোগ্যতা: বাণিজ্য বিভাগে এইচএসসিতে দ্বিতীয় শ্রেণি বা সমমান পাস। কম্পিউটার পরিচালনা ও হিসাবরক্ষণ কার্যক্রমে অভিজ্ঞরা অগ্রাধিকার পাবেন।

বয়স: সর্বোচ্চ ৩৫ বছর।

বেতন স্কেল: ৯,৩০০-২২, ৪৯০ টাকা (গ্রেড-১৬) 

৭. পদের নাম: মাঠ সংগঠক

পদসংখ্যা: ৭৫

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

বয়স: সর্বোচ্চ ৩৫ বছর। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

বেতন স্কেল: ৯,৩০০-২২, ৪৯০ টাকা (গ্রেড-১৬)

যেসব জেলার প্রার্থীদের আবেদনের প্রয়োজন নেই: চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, সিরাজগঞ্জ, সাতক্ষীরা, পটুয়াখালী ও লালমনিরহাট। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে এ শর্ত প্রযোজ্য নয়। 

আবেদন: আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ৩ ফেব্রুয়ারি ২০২৩ (বিকেল ৫টা পর্যন্ত)।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৬২ জনের চাকরি

২০ কর্মী নেবে খুলনা বিশ্ববিদ্যালয়, ২০তম গ্রেডে বেতন

প্রাণিসম্পদ অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ৪৮৩

আকিজ ফুডে চাকরির সুযোগ, ২১ বছরেই করা যাবে আবেদন

অফিসার পদে কর্মী নেবে মিডল্যান্ড ব্যাংক, আবেদন অনলাইনে

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আগামীকালের নিয়োগ পরীক্ষা স্থগিত

এনজিও সংস্থা ওয়ার্ল্ড ভিশনে চাকরি, কর্মস্থল কক্সবাজার

পরীক্ষা দেওয়ার ২০ বছর পর বিসিএস ক্যাডার হলেন ওয়াজকুরনী-আফরোজা দম্পতি

দুই দশক পর ২৭তম বিসিএসে নিয়োগ পেলেন বঞ্চিত ৬৭৩ জন

৫০ কর্মী নেবে মিনিস্টার হাই-টেক পার্ক, এসএসসি পাসে আবেদন