হোম > অর্থনীতি > করপোরেট

আন্তর্জাতিক অঙ্গনে যাত্রা শুরু করল ‘রুকাইয়াইসমাত ফ্যাশন ব্র্যান্ড’

দুবাইয়ের আজমানে ‘রিয়েল হিরো অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে দেশীয় ঐতিহ্যবাহী এবং পাশ্চাত্য পোশাকের ফ্যাশন শোর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে যাত্রা শুরু করল ‘রুকাইয়াইসমাত ফ্যাশন ব্র্যান্ড’।

সংযুক্ত আরব আমিরাতের আজমানে গত ১৫ জানুয়ারি সন্ধ্যায় অনুষ্ঠিত হয় ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’। দ্বিতীয়বারের মতো এ আয়োজনে অংশ নেন ঢাকাই সিনেমার একঝাঁক তারকা। এর মধ্যে আছেন—শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, ঢালিউড সুপারস্টার শাকিব খান, তমা মির্জা, পরিচালক রায়হান রাফি। 

প্রবাসে বসবাসরত বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে আয়োজন করা হয় এ অনুষ্ঠানের। শান্তা জাহানের উপস্থাপনায় অনুষ্ঠানে আরও অংশ নেন গায়ক কাজল আরিফ, শিবলু প্রমুখ।

অনুষ্ঠানটি আয়োজন করেন রুবায়েত ফাতেমা তনি এবং জ্যান প্রপার্টিজের ফাউন্ডার জাহিদ হোসেন। এই অনুষ্ঠানে ‘বেস্ট ফ্যাশন ব্র্যান্ড’ হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশের স্বনামধন্য ফ্যাশন ব্র্যান্ড ‘রুকাইয়াইসমাত ফ্যাশন’।
 
এই অনুষ্ঠানে দেশীয় ঐতিহ্যবাহী এবং পাশ্চাত্য পোশাকের ফ্যাশন শো পরিচালনা এবং পরিবেশন করেন রুকাইয়া ইসমাতের ফ্যাশন ব্র্যান্ড। এই ফ্যাশন শোর মাধ্যমে ‘রুকাইয়াইসমাত ফ্যাশন ব্র্যান্ড’ হিসেবে আন্তর্জাতিক বাজারে যাত্রা শুরু করল।

রুকাইয়া ইসমাত দেশের বিভিন্ন বড় বড় ফ্যাশন শো পরিচালনা করে থাকেন। রুকাইয়া ইসমাত ফ্যাশন নামে ঢাকার বিভিন্ন শপিংমল এর শোরুম ও রয়েছে। 

ফ্যাশন উদ্যোক্তা, সমাজকর্মী ও সাংবাদিক এই তিন পেশাগত পরিচয়ের অধিকারী রুকাইয়া ইসমাত সফল উদ্যোক্তা হওয়ার স্বপ্ন নিয়ে ক্যারিয়ার শুরু করেন। এ বছর ন্যাশনাল ইয়ুথ ক্যারিয়ার কার্নিভাল অন্যতম উদ্যোক্তার পুরস্কার পেয়েছেন রুকাইয়া।

ফজলে হাসান আবেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

রেমিট্যান্স সংগ্রহে অভাবনীয় সাফল্য অর্জন জনতা ব্যাংকের

রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে ইসলামী ব্যাংক

শেভরনের সহায়তায় সিলেটে ৬০ প্রতিবন্ধী ব্যক্তির স্বাভাবিক জীবনে ফেরা

এখন থেকে মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে নগদে

ক্রেতাদের হাতে উপহারের ফ্রিজ-টিভি হস্তান্তর করল ওয়ালটন

বুয়েটে বাংলাদেশ কম্পিউটার সোসাইটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

পার্ক অ্যাভিনিউর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর জামাল ভূঁইয়া