২৪ নভেম্বর ২০২৫
ফ্রিজে শীতের ফল ও সবজি যেভাবে সংরক্ষণ করবেন
গাজর: ধুয়ে বোঁটার অংশ ফেলে জিপ লক ব্যাগে টিস্যু পেপার বিছিয়ে তারপর ফ্রিজে রাখুন।
ফুলকপি: ডাঁটা ও পাতা কেটে ফুলগুলো পেপার টাওয়েলে মুড়ে জিপ লক ব্যাগে করে ফ্রিজে রাখুন।
পেঁয়াজপাতা: পেঁয়াজপাতার গোড়ার অংশ ভালোভাবে পরিষ্কার করে একটি পাত্রে অল্প পানিতে গোড়া ভিজিয়ে ফ্রিজে রাখুন।
কমলালেবু: জিপ লক ব্যাগে কমলালেবু ভরে ফ্রিজে রাখুন।