০৩ জানুয়ারি ২০২৬

২০২৬ সালে লিপস্টিকের জনপ্রিয় ৫ ট্রেন্ড

ক্লাউড লিপস: ব্লার করা সফট লিপ লুক, ডেইলি মেকআপে একদম পারফেক্ট।

গথিক ব্ল্যাক: সাহসী ও ড্রামাটিক লুকের জন্য ব্ল্যাক লিপস্টিক ফিরছে ট্রেন্ডে।

চেরি রেড: গাঢ় লাল শেডে ক্লাসি, কনফিডেন্ট আর এলিগ্যান্ট ভাইব দেবে।

ভিনাইল লিপস: ম্যাট+গ্লস মিলিয়ে হাই-শাইন, ভরাট ও জুসি লুক দেবে।

স্মোকি রোজ: ন্যাচারাল লুকে স্নিগ্ধ গোলাপি আভা দেবে এই সফট শেড।