অনলাইন ডেস্ক
ছোট্ট এক পাখির কারণে রেলযোগাযোগে দেখা দেয় বড় এক বিঘ্ন। পাঁচ-দশ মিনিট নয় পাক্কা এক ঘণ্টা ২০ মিনিট পর স্বাভাবিক হয় পরিস্থিতি। সিগালের একটি বিপন্ন প্রজাতি রেললাইনে চলে আসায় এ সমস্যা তৈরি হয় ইংল্যান্ডের ব্রাইটন স্টেশনে।
ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ কিছু অংশের রেল যোগাযোগের দায়িত্বে থাকা টেমসলিংক সন্ধ্যা সাতটার দিকে ব্রাইটনের তিনটি প্ল্যাটফর্ম বন্ধ করে দিতে বাধ্য হয়। তখন বিদ্যুৎ বন্ধ করে হেরিং গালটি সরিয়ে নেওয়া হয়।
এসব তথ্য জানা যায় ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজের এক প্রতিবেদনে।
এতে যে পরিষেবাগুলো বিঘ্নিত হয় তার মধ্যে আছে গেটউইক এক্সপ্রেসের চলাচল, ব্রাইটন থেকে লন্ডনের দিকে ট্রেন চলাচল প্রভৃতি। রাত ৮টা ২০ মিনিট পর্যন্ত রেলযাত্রায় এ ব্যাঘাত স্থায়ী হয়।
কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে যাত্রীদের নির্দিষ্ট সময়ে যাত্রা শেষ করতে ২০ মিনিট আগে রওনা হওয়ার পরামর্শ দেওয়ার পাশাপাশি নিয়মিতভাবে ট্রেন ছাড়ার তথ্য পরীক্ষা করতে বলেছে।
একজন যাত্রী এক্সে অভিযোগ করেন ‘অনেকগুলি ট্রেনে’র যাত্রা বাতিল হয়েছে এবং রেল কর্তৃপক্ষ তাঁদের অসহায় একটি অবস্থায় ফেলে রেখেছে।
টেমসলিংক পরে যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে জানায়, পাখিটিকে রেললাইন থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
কম বয়স্ক পাখিটির একটি ছবি শেয়ার করে তারা লেখে, ‘বিষয়টির চমৎকার একটি সমাপ্তি হওয়ায় আমরা আনন্দিত।’
সাগর তীরের এলাকাগুলোতে হেরিং গালদের নিয়মিতই দেখা গেলেও বার্ডস অব কনজারভেশন কনসার্ন’সের (বিসিসি) লাল তালিকায় আছে ২০০৯ সাল থেকে। কারণ এর সংখ্যা দিন দিন কমছে।
লাল তালিকায় রাখার অর্থ প্রজাতিটিকে বিসিসি ‘সংরক্ষণে বাড়তি গুরুত্ব পাওয়ার যোগ্য’ বলে মনে করছে।
ছোট্ট এক পাখির কারণে রেলযোগাযোগে দেখা দেয় বড় এক বিঘ্ন। পাঁচ-দশ মিনিট নয় পাক্কা এক ঘণ্টা ২০ মিনিট পর স্বাভাবিক হয় পরিস্থিতি। সিগালের একটি বিপন্ন প্রজাতি রেললাইনে চলে আসায় এ সমস্যা তৈরি হয় ইংল্যান্ডের ব্রাইটন স্টেশনে।
ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ কিছু অংশের রেল যোগাযোগের দায়িত্বে থাকা টেমসলিংক সন্ধ্যা সাতটার দিকে ব্রাইটনের তিনটি প্ল্যাটফর্ম বন্ধ করে দিতে বাধ্য হয়। তখন বিদ্যুৎ বন্ধ করে হেরিং গালটি সরিয়ে নেওয়া হয়।
এসব তথ্য জানা যায় ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজের এক প্রতিবেদনে।
এতে যে পরিষেবাগুলো বিঘ্নিত হয় তার মধ্যে আছে গেটউইক এক্সপ্রেসের চলাচল, ব্রাইটন থেকে লন্ডনের দিকে ট্রেন চলাচল প্রভৃতি। রাত ৮টা ২০ মিনিট পর্যন্ত রেলযাত্রায় এ ব্যাঘাত স্থায়ী হয়।
কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে যাত্রীদের নির্দিষ্ট সময়ে যাত্রা শেষ করতে ২০ মিনিট আগে রওনা হওয়ার পরামর্শ দেওয়ার পাশাপাশি নিয়মিতভাবে ট্রেন ছাড়ার তথ্য পরীক্ষা করতে বলেছে।
একজন যাত্রী এক্সে অভিযোগ করেন ‘অনেকগুলি ট্রেনে’র যাত্রা বাতিল হয়েছে এবং রেল কর্তৃপক্ষ তাঁদের অসহায় একটি অবস্থায় ফেলে রেখেছে।
টেমসলিংক পরে যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে জানায়, পাখিটিকে রেললাইন থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
কম বয়স্ক পাখিটির একটি ছবি শেয়ার করে তারা লেখে, ‘বিষয়টির চমৎকার একটি সমাপ্তি হওয়ায় আমরা আনন্দিত।’
সাগর তীরের এলাকাগুলোতে হেরিং গালদের নিয়মিতই দেখা গেলেও বার্ডস অব কনজারভেশন কনসার্ন’সের (বিসিসি) লাল তালিকায় আছে ২০০৯ সাল থেকে। কারণ এর সংখ্যা দিন দিন কমছে।
লাল তালিকায় রাখার অর্থ প্রজাতিটিকে বিসিসি ‘সংরক্ষণে বাড়তি গুরুত্ব পাওয়ার যোগ্য’ বলে মনে করছে।
গুপ্তধন উদ্ধারের অভিযান নিয়ে বই পড়েননি কিংবা সিনেমা দেখেননি এমন মানুষ বিরল। তেমনি ছোটবেলায় লুকানো জিনিস খুঁজে বের করার খেলায় অংশ নিয়েছেন অনেকে। তবে সত্যি গুপ্তধন উদ্ধারের খেলায় মানুষকে অংশ নেওয়ার সুযোগ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের এক ব্যক্তি। যুক্তরাষ্ট্রজুড়ে ৫টি গুপ্তধনের বাক্স লুকিয়ে রেখেছেন তিনি
২ ঘণ্টা আগেসাপ প্রাণীটিকে অনেকেই বেশ ভয় পান। বিশেষ করে নারীদের মধ্যে সাপভীতিটা তুলনামূলক বেশি। আপনি যদি ওই দলে পড়েন তাহলে অস্ট্রেলিয়ার এক নারীকে যে বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল শুনলে নিঃসন্দেহ চমকে উঠবেন। মেলবোর্নের বাইরে একটি সড়কে ৮০ কিলোমিটার গতিতে গাড়ি চালানোর সময় ওই নারী গাড়ির ভেতরে আবিষ্কার...
৪ ঘণ্টা আগেপ্রায়ই দেখা যায় পথে-ঘাটে কোনো মানুষকে বিপদে পড়তে দেখেও অবলীলায় নিজের কাজে চলে যাচ্ছি আমরা। বিপদে পড়া কোনো কুকুর-বিড়াল বা বন্যপ্রাণীর জন্য পরিস্থিতিটা নিঃসন্দেহে আরও কঠিন। তবে মুদ্রার অন্য পিঠও আছে। একটি বিড়ালকে বাঁচাতে পাইপের ভেতর দিয়ে হামাগুড়ি দিয়ে ৫০ গজ পাড়ি দিয়েছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এক নার
২ দিন আগেদেয়ালে স্কচটেপ দিয়ে আটকানো কলা নিয়ে বিশ্বজুড়ে গণমাধ্যমে চলছে ব্যাপক শোরগোল। প্রাকৃতিকভাবে উৎপাদিত ফলটিকে শিল্পকর্মে রূপ দিয়েছিলেন ইতালির শিল্পী মরিজিও ক্যাটালান। আর তাতেই সাধারণ কলাটির দাম ওঠে ৬২ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৪ কোটি টাকায় কেনা সেই কলা খেয়ে ফেলে তাক লাগিয়ে দিলেন ক্রিপটো বস...
৩ দিন আগে