
মিরপুরে কাগজে-কলমে বাংলাদেশ, নিউজিল্যান্ড এই দুই দল খেলছে ঠিকই। তবে সেখানে অদৃশ্য প্রতিপক্ষ হিসেবে খেলছে বৃষ্টি। বাংলাদেশ-নিউজিল্যান্ড ‘এ’ দলের সিরিজের দ্বিতীয় চার দিনের ম্যাচটা এখন এগোচ্ছে নিষ্প্রাণ ড্রয়ের দিকে। ব্যাট-বলের লড়াই নয়। ম্যাচের ভাগ্য লিখছে আকাশের মেঘ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম চার দিনের ম্যাচ জিতে নিউজিল্যান্ড ‘এ’ দল এমনিতেই এগিয়ে। সিরিজে ফিরতে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন বাংলাদেশ ‘এ’ দলের এখন জয়ের বিকল্প নেই। যেখানে আজ মিরপুরে প্রথম দিনেই দাপট দেখিয়েছে সোহানের দল।

লিটন দাসের নেতৃত্বে টি-টোয়েন্টির শুরুটা ভালোই হয়েছে বাংলাদেশের। শারজায় গত রাতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ পেয়েছে ২৭ রানের জয়। তবে দারুণ জয়ের পরও লিটন মনে করছেন, বাংলাদেশের আরও উন্নতি করতে হবে।

কখনোবা বৃষ্টি, কখনোবা আলোকস্বল্পতা—সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-নিউজিল্যান্ড ‘এ’ দলের প্রথম চার দিনের ম্যাচ চলছে এভাবেই। ম্যাচেও কখনো বাংলাদেশ এগিয়ে থাকছে। কখনো এগিয়ে যাচ্ছে নিউজিল্যান্ড। বর্তমানে সফরকারীরা ২০৪ রানের লিড নিয়েছে।