কলকাতা সংবাদদাতা
ভারতের জম্মু থেকে কলকাতা অভিমুখী জম্মু তাওয়াই এক্সপ্রেস ট্রেনে একটি পরিত্যক্ত ব্যাগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশনে। শুক্রবার সাড়ে ৪টার দিকে ট্রেনটি কলকাতার চিতপুর রেল স্টেশনে পৌঁছানোর কথা থাকলেও আতঙ্কের মুখে শেষ পর্যন্ত এটিকে দক্ষিণেশ্বর রেলস্টেশনেই থামিয়ে রাখা হয়। এই ট্রেনে ভারতীয়দের পাশাপাশি বহু বাংলাদেশি যাত্রীও ছিলেন।
প্রাথমিকভাবে একটি কামরায় সন্দেহজনক বস্তু দেখে ট্রেনটি প্রায় আধা ঘণ্টার বেশি সময় ধরে দক্ষিণেশ্বর স্টেশনে দাঁড়িয়ে থাকলে অন্যান্য বগির যাত্রীরাও নেমে খোঁজ খবর নিতে শুরু করেন। এ সময় স্লিপার কোচের ভেতরে ওই পরিত্যক্ত ব্যাগের কথা জানতে পেরে ট্রেনের সব যাত্রীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ অবস্থায় মুহূর্তের মধ্যেই ওই কামরাটি খালি করে দেয় রেল কর্তৃপক্ষ। পরে স্নাইপার ডগ, বম্ব স্কোয়াডের লোকজন এসে তল্লাশি শুরু করে। ঘটনাস্থলে ছুটে যান আরপিএফ-এর শীর্ষ কর্মকর্তারাও।
একপর্যায়ে সন্দেহজনক ওই ব্যাগটিকে ট্রেনের কামরা থেকে বাইরে বের করে আনা হয় এবং প্ল্যাটফর্মে রেখেই এটিতে তল্লাশি অভিযান চালায় বোম স্কোয়াডের সদস্যরা। কিন্তু তল্লাশি করে কিছুই পাওয়া যায়নি। অবশেষে সন্ধ্যা ৭টা নাগাদ কলকাতা স্টেশনের দিকে রওনা দেয় ট্রেনটি।
ট্রেনটিতে অবস্থান করা বাংলাদেশি যাত্রীদের প্রায় সবাই ভূস্বর্গ হিসেবে খ্যাত ভারতের কাশ্মীরে ভ্রমণ করতে গিয়েছিলেন। বোমার আতঙ্কে তাঁদের মধ্যে বেশ কয়েকজন ট্রেন থেকে নেমে পড়েন। কাশ্মীর ভ্রমণ করে কলকাতায় ফিরছিলেন বাংলাদেশের খুলনার বাসিন্দা জানে আলম আক্তার সহ তাঁর তিন বন্ধু। বোমার খবর পেয়ে তারা যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েন। সন্দেহজনক ব্যাগের বিষয়টি যাত্রীদের আরও আগেই জানানো উচিত ছিল বলেও মত দিয়েছেন তাঁরা। প্রায় তিন ঘণ্টা অপেক্ষার পর দক্ষিণেশ্বর থেকে কলকাতার নিউমার্কেটের উদ্দেশ্যে পরে তাঁরা ট্যাক্সিতে চড়েন। ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন শনিবার।
জম্মু তাওয়াই এক্সপ্রেসের গার্ড তাপস কুমার কণ্ডু জানান, শিয়ালদা স্টেশনে প্রবেশের আগেই তাঁকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানায় কামড়ার ভেতরে লাল ব্যাগ থাকার বিষয়টি।
পাপাই দেবনাথ নামে ওই এস-৮ কামরার এক যাত্রী জানান, হঠাৎ করেই তাঁর কানে টিকটিক আওয়াজ আসে। পরে তিনি লাল-কালো রঙের ব্যাগটি দেখতে পান। অনেকটা স্কুল ব্যাগের মত। বিষয়টি তিনি রেলের হেল্পলাইন ১৯৩ নম্বরে ফোন করে জানান। এরপরই দক্ষিণেশ্বর রেল স্টেশনে এটিকে দাঁড় করিয়ে দেওয়া হয়।
ভারতের জম্মু থেকে কলকাতা অভিমুখী জম্মু তাওয়াই এক্সপ্রেস ট্রেনে একটি পরিত্যক্ত ব্যাগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশনে। শুক্রবার সাড়ে ৪টার দিকে ট্রেনটি কলকাতার চিতপুর রেল স্টেশনে পৌঁছানোর কথা থাকলেও আতঙ্কের মুখে শেষ পর্যন্ত এটিকে দক্ষিণেশ্বর রেলস্টেশনেই থামিয়ে রাখা হয়। এই ট্রেনে ভারতীয়দের পাশাপাশি বহু বাংলাদেশি যাত্রীও ছিলেন।
প্রাথমিকভাবে একটি কামরায় সন্দেহজনক বস্তু দেখে ট্রেনটি প্রায় আধা ঘণ্টার বেশি সময় ধরে দক্ষিণেশ্বর স্টেশনে দাঁড়িয়ে থাকলে অন্যান্য বগির যাত্রীরাও নেমে খোঁজ খবর নিতে শুরু করেন। এ সময় স্লিপার কোচের ভেতরে ওই পরিত্যক্ত ব্যাগের কথা জানতে পেরে ট্রেনের সব যাত্রীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ অবস্থায় মুহূর্তের মধ্যেই ওই কামরাটি খালি করে দেয় রেল কর্তৃপক্ষ। পরে স্নাইপার ডগ, বম্ব স্কোয়াডের লোকজন এসে তল্লাশি শুরু করে। ঘটনাস্থলে ছুটে যান আরপিএফ-এর শীর্ষ কর্মকর্তারাও।
একপর্যায়ে সন্দেহজনক ওই ব্যাগটিকে ট্রেনের কামরা থেকে বাইরে বের করে আনা হয় এবং প্ল্যাটফর্মে রেখেই এটিতে তল্লাশি অভিযান চালায় বোম স্কোয়াডের সদস্যরা। কিন্তু তল্লাশি করে কিছুই পাওয়া যায়নি। অবশেষে সন্ধ্যা ৭টা নাগাদ কলকাতা স্টেশনের দিকে রওনা দেয় ট্রেনটি।
ট্রেনটিতে অবস্থান করা বাংলাদেশি যাত্রীদের প্রায় সবাই ভূস্বর্গ হিসেবে খ্যাত ভারতের কাশ্মীরে ভ্রমণ করতে গিয়েছিলেন। বোমার আতঙ্কে তাঁদের মধ্যে বেশ কয়েকজন ট্রেন থেকে নেমে পড়েন। কাশ্মীর ভ্রমণ করে কলকাতায় ফিরছিলেন বাংলাদেশের খুলনার বাসিন্দা জানে আলম আক্তার সহ তাঁর তিন বন্ধু। বোমার খবর পেয়ে তারা যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েন। সন্দেহজনক ব্যাগের বিষয়টি যাত্রীদের আরও আগেই জানানো উচিত ছিল বলেও মত দিয়েছেন তাঁরা। প্রায় তিন ঘণ্টা অপেক্ষার পর দক্ষিণেশ্বর থেকে কলকাতার নিউমার্কেটের উদ্দেশ্যে পরে তাঁরা ট্যাক্সিতে চড়েন। ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন শনিবার।
জম্মু তাওয়াই এক্সপ্রেসের গার্ড তাপস কুমার কণ্ডু জানান, শিয়ালদা স্টেশনে প্রবেশের আগেই তাঁকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানায় কামড়ার ভেতরে লাল ব্যাগ থাকার বিষয়টি।
পাপাই দেবনাথ নামে ওই এস-৮ কামরার এক যাত্রী জানান, হঠাৎ করেই তাঁর কানে টিকটিক আওয়াজ আসে। পরে তিনি লাল-কালো রঙের ব্যাগটি দেখতে পান। অনেকটা স্কুল ব্যাগের মত। বিষয়টি তিনি রেলের হেল্পলাইন ১৯৩ নম্বরে ফোন করে জানান। এরপরই দক্ষিণেশ্বর রেল স্টেশনে এটিকে দাঁড় করিয়ে দেওয়া হয়।
বাংলাদেশ সরকার আদানির পাওয়ারের সঙ্গে বিদ্যুৎ কিনতে ২৫ বছর মেয়াদি যে চুক্তি করেছে তা পুনর্মূল্যায়ন করছে—এমন কোনো খবর তারা পায়নি। আজ সোমবার আদানি পাওয়ার বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছে। একদিন আগেই অর্থাৎ, গতকাল রোববার রয়টার্স জানিয়েছিল, বাংলাদেশ চুক্তিটি পুনর্মূল্যায়ন করতে
৩০ মিনিট আগেইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কিয়েভের সেনাবাহিনী এতটাই দুর্বল যে, তারা কোনোভাবেই রাশিয়া অধিকৃত ভূখণ্ড পুনরুদ্ধার করতে পারবে না। জাপানি সংবাদমাধ্যম কিওডো নিউজকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি এ কথা বলেন।
৪২ মিনিট আগেএকটি ভালুক জাপানের উত্তরাঞ্চলীয় শহর আকিতার একটি সুপারমার্কেটে ঢুকে পড়ে একজন কর্মীকে আক্রমণ করে। এরপর দুই দিন ধরে ভালুকটি দোকানের মাংসের সেকশনে তাণ্ডব চালায়। এ সময় এটি কিছু তাক নষ্ট করে। শেষ পর্যন্ত ওই সুপার মার্কেট থেকেই ওটাকে ফাঁদ পেতে ধরা সম্ভব হয়।
১ ঘণ্টা আগেআগামী দুই দশকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) সবচেয়ে বড় প্রবৃদ্ধির বাজার হবে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো। তবে এলএনজি আমদানির প্রকল্পগুলো প্রায়ই দীর্ঘ বিলম্বের মুখোমুখি হয়। এ কারণে এই গুরুত্বপূর্ণ অঞ্চলে দ্রুত প্রবৃদ্ধি নিশ্চিত করতে এলএনজি শিল্পে বিনিয়োগকারীরা ভাসমান এলএনজি আমদানি টার্মি
১ ঘণ্টা আগে