ঘূর্ণিঝড় ইয়াগির আঘাতে ভিয়েতনামে নিহতের সংখ্যা বেড়ে ১৯৭ 

অনলাইন ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১৩: ১৫
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১৩: ৫৯

উত্তর ভিয়েতনামে ঘূর্ণিঝড় ইয়াগির কারণে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯৭। এখনো নিখোঁজ আরও অন্তত ১২৮ জন। আজ বৃহস্পতিবার দেশটির সরকার এ তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে বিষয়টি জানা গেছে। 

ভিয়েতনামের কৃষি মন্ত্রণালয়ের অধীন দুর্যোগ কর্মকর্তারা এক দাপ্তরিক প্রতিবেদনে বলেছেন, ঘূর্ণিঝড় ইয়াগির করণে সৃষ্ট বন্যা ও ভূমিধসের ঘটনায় এখনো অন্তত ১২৮ জন এখনো নিখোঁজ রয়েছেন এবং আড়াই লাখ হেক্টরেরও বেশি জমির ফসল নষ্ট হয়েছে। আবহাওয়াবিদদের মতে, ইয়াগি ৩০ বছরের মধ্যে উত্তর ভিয়েতনামে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়। 

এর আগে, চলতি সপ্তাহের শুরুর দিকে, অর্থাৎ গত শনিবার ঘণ্টায় ১৪৯ কিলোমিটারের বেশি গতিবেগে উত্তর ভিয়েতনামের বিভিন্ন অংশে আঘাত হানে ইয়াগি। এতে অনেক সেতু ভেঙে গেছে, ভবনের ছাদে ফাটল ধরেছে এবং বহু কলকারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে। 

এর ফলে দেশের উত্তরাঞ্চল মারাত্মক বন্যার কবলে পড়েছে, বেশ কয়েকটি জনপদ আংশিকভাবে পানির নিচে চলে গেছে। হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর থেকে সরে যেতে বাধ্য হয়েছে। অনেকে বিদ্যুৎ-বিচ্ছিন্নতার সঙ্গে লড়াই করছে। রাজধানী হ্যানয়ের উপকণ্ঠে একটি এলাকায় ১৫ হাজারের বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। 

দেশটির কৃষি কর্মকর্তারা জানান, ঘূর্ণিঝড় ইয়াগির কারণে কৃষকরাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আড়াই লাখ হেক্টরেরও বেশি জমির ফসল নষ্ট হওয়ার পাশাপাশি প্রায় ১৫ লাখ হাঁস-মুরগি ও ২ হাজার ৫০০ শূকর, মহিষ ও গরু মারা গেছে। 

গত শনিবার দক্ষিণ চীন সাগরের একটি নিম্নচাপ থেকে উদ্ভূত ঘূর্ণিঝড় ইয়াগি প্রথমে আঘাত হানে ফিলিপাইনের লুজন দ্বীপে। সেখানে ১৩ জনের প্রাণ কেড়ে নিয়ে এটি চীনের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ কো টু হয়ে ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় উপকূলে আছড়ে পড়ে। কর্মকর্তারা জানিয়েছেন, যেসব এলাকার ওপর দিয়ে ইয়াগি বয়ে গেছে, সেসব এলাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৪৯ কিলোমিটার (৯২ মাইল) অতিক্রম করেছিল। 

প্রতিকূল আবহাওয়ায় বিদ্যুৎ-বিভ্রাটে বিপাকে পড়েছে ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় বিভিন্ন কারখানার কর্তৃপক্ষ। এই অঞ্চলে স্যামসাং ও ফক্সকনের মতো বিশ্বব্যাপী সুপরিচিত প্রযুক্তি সংস্থাগুলোর কারখানা রয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত