আজকের পত্রিকা ডেস্ক
দুর্বৃত্তদের ছুরিকাঘাত ও পারিবারিক বিরোধের জেরে ছয় জেলায় সাতজন খুন হয়েছেন। এর মধ্যে সাতক্ষীরার শ্যামনগরে দুজন এবং নরসিংদীর শিবপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুরের মতলব উত্তর, নেত্রকোনার কেন্দুয়া ও টাঙ্গাইলের মির্জাপুরে এসব ঘটনা ঘটে। গতকাল রোববার ও আগের দিন শনিবার রাতে এসব ঘটনা ঘটে বলে আমাদের প্রতিনিধিরা জানিয়েছেন।
শ্যামনগর: শ্যামনগরে পৃথক স্থানে স্বজনদের মারধরে আব্দুল আজিজ (৬৫) ও আব্দুল মাজেদ (৭০) নামের দুই ব্যক্তি মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল উপজেলার ধুমঘাট কেওড়াতলী ও গাবুরার ডুমুরিয়া এলাকায় ঘটনা দুটি ঘটে।
জানা গেছে, ডুমুরিয়া গ্রামের আব্দুল আজিজ ও তাঁর ভাই আব্দুর রশিদের মধ্যে বাদানুবাদ হয়। এ নিয়ে আব্দুর রশিদের ছাতার আঘাতে আব্দুল আজিজ মারা যান। এদিকে বয়স্ক ভাতার টাকা না দেওয়ায় ক্ষুব্ধ ছেলের মারধরে আহত আব্দুল মাজেদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন মৃতের ভাই আব্দুল করিম। চিকিৎসাধীন অবস্থায় দুই দিন পর আব্দুল মাজেদ মারা যান।
নরসিংদী: শিবপুরে দৌলত হোসেন খান (৫৩) নামের পোলট্রি ফিড ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার দত্তেরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। দৌলত হোসেন মাছিমপুর ইউনিয়নের দত্তেরগাঁও মধ্যপাড়া গ্রামের আরজু খাঁর ছেলে।
জানা গেছে, শনিবার রাতে ট্রাকের ব্যাটারি চুরির ঘটনা টের পেয়ে পোলট্রি ফার্মের দুই কর্মচারীকে সঙ্গে নিয়ে ঘর থেকে বের হন দৌলত হোসেন। এ সময় ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে হত্যা করে।
ব্রাহ্মণবাড়িয়া: সদর উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত অলী মিয়া (৭০) নামের এক বৃদ্ধ মারা গেছেন। গতকাল ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অলী মিয়া শহরের পৌর এলাকার উত্তর পৈরতলা এলাকার বাসিন্দা ছিলেন। এর আগে শনিবার হকার্স মার্কেটে তাঁকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয়।
চাঁদপুর: মতলব উত্তরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মো. সফিকুল ইসলাম ব্যাপারী (৩০) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে উপজেলার মিঠুরকান্দি গ্রামে ব্যাপারী বাড়িতে এ ঘটনা ঘটে। গতকাল এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ ছয়জনকে আটক করেছে। তাঁরা হলেন নিহত ব্যক্তির ভাই আশিক ব্যাপারী (২৩), রবি উদ্দিন (৪৫), মজনু প্রধানের ছেলে আজিজ প্রধান (২৮), সফিউল্লাহর ছেলে সিমা (৩০), রিনা (৩৮) ও লিপি আক্তার (৩৫)।
নেত্রকোনা: কেন্দুয়ায় মোবাইল ফোন নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষের হামলায় আহত এক যুবক গতকাল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর নাম সাবিকুল ইসলাম (২৮)। তিনি উপজেলার গন্ডা ইউনিয়নের পাহাড়পুর গ্রামের চান মিয়ার ছেলে। এর আগে শনিবার রাতে প্রতিপক্ষের হামলায় সাবিকুল আহত হন।
মির্জাপুর: মির্জাপুরে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে ভাতিজার এলোপাতাড়ি কিলঘুষিতে রিয়াজ খান (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সকালে উপজেলার আজগানা ইউনিয়নের আজগানা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত রুবেল খান পলাতক বলে পুলিশ জানিয়েছে।
কমলগঞ্জ: পূর্ববিরোধের জের ধরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষারে দলবল নিয়ে সশস্ত্র হামলা চালিয়ে প্রতিপক্ষের বসতঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
দুর্বৃত্তদের ছুরিকাঘাত ও পারিবারিক বিরোধের জেরে ছয় জেলায় সাতজন খুন হয়েছেন। এর মধ্যে সাতক্ষীরার শ্যামনগরে দুজন এবং নরসিংদীর শিবপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুরের মতলব উত্তর, নেত্রকোনার কেন্দুয়া ও টাঙ্গাইলের মির্জাপুরে এসব ঘটনা ঘটে। গতকাল রোববার ও আগের দিন শনিবার রাতে এসব ঘটনা ঘটে বলে আমাদের প্রতিনিধিরা জানিয়েছেন।
শ্যামনগর: শ্যামনগরে পৃথক স্থানে স্বজনদের মারধরে আব্দুল আজিজ (৬৫) ও আব্দুল মাজেদ (৭০) নামের দুই ব্যক্তি মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল উপজেলার ধুমঘাট কেওড়াতলী ও গাবুরার ডুমুরিয়া এলাকায় ঘটনা দুটি ঘটে।
জানা গেছে, ডুমুরিয়া গ্রামের আব্দুল আজিজ ও তাঁর ভাই আব্দুর রশিদের মধ্যে বাদানুবাদ হয়। এ নিয়ে আব্দুর রশিদের ছাতার আঘাতে আব্দুল আজিজ মারা যান। এদিকে বয়স্ক ভাতার টাকা না দেওয়ায় ক্ষুব্ধ ছেলের মারধরে আহত আব্দুল মাজেদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন মৃতের ভাই আব্দুল করিম। চিকিৎসাধীন অবস্থায় দুই দিন পর আব্দুল মাজেদ মারা যান।
নরসিংদী: শিবপুরে দৌলত হোসেন খান (৫৩) নামের পোলট্রি ফিড ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার দত্তেরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। দৌলত হোসেন মাছিমপুর ইউনিয়নের দত্তেরগাঁও মধ্যপাড়া গ্রামের আরজু খাঁর ছেলে।
জানা গেছে, শনিবার রাতে ট্রাকের ব্যাটারি চুরির ঘটনা টের পেয়ে পোলট্রি ফার্মের দুই কর্মচারীকে সঙ্গে নিয়ে ঘর থেকে বের হন দৌলত হোসেন। এ সময় ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে হত্যা করে।
ব্রাহ্মণবাড়িয়া: সদর উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত অলী মিয়া (৭০) নামের এক বৃদ্ধ মারা গেছেন। গতকাল ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অলী মিয়া শহরের পৌর এলাকার উত্তর পৈরতলা এলাকার বাসিন্দা ছিলেন। এর আগে শনিবার হকার্স মার্কেটে তাঁকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয়।
চাঁদপুর: মতলব উত্তরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মো. সফিকুল ইসলাম ব্যাপারী (৩০) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে উপজেলার মিঠুরকান্দি গ্রামে ব্যাপারী বাড়িতে এ ঘটনা ঘটে। গতকাল এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ ছয়জনকে আটক করেছে। তাঁরা হলেন নিহত ব্যক্তির ভাই আশিক ব্যাপারী (২৩), রবি উদ্দিন (৪৫), মজনু প্রধানের ছেলে আজিজ প্রধান (২৮), সফিউল্লাহর ছেলে সিমা (৩০), রিনা (৩৮) ও লিপি আক্তার (৩৫)।
নেত্রকোনা: কেন্দুয়ায় মোবাইল ফোন নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষের হামলায় আহত এক যুবক গতকাল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর নাম সাবিকুল ইসলাম (২৮)। তিনি উপজেলার গন্ডা ইউনিয়নের পাহাড়পুর গ্রামের চান মিয়ার ছেলে। এর আগে শনিবার রাতে প্রতিপক্ষের হামলায় সাবিকুল আহত হন।
মির্জাপুর: মির্জাপুরে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে ভাতিজার এলোপাতাড়ি কিলঘুষিতে রিয়াজ খান (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সকালে উপজেলার আজগানা ইউনিয়নের আজগানা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত রুবেল খান পলাতক বলে পুলিশ জানিয়েছে।
কমলগঞ্জ: পূর্ববিরোধের জের ধরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষারে দলবল নিয়ে সশস্ত্র হামলা চালিয়ে প্রতিপক্ষের বসতঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
১৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
১৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
১৫ দিন আগে