বিনোদন প্রতিবেদক
শোবিজ অঙ্গনকে বিদায় বলেছেন অভিনেতা ও ইউটিউবার তামিম মৃধা—শুক্রবার রাত থেকে এমন খবরে সয়লাব সোশ্যাল মিডিয়া। গণমাধ্যমেও সংবাদ প্রকাশ হয়েছে তামিম মৃধার অভিনয় ছাড়ার খবর। তবে তামিম জানালেন, তিনি কোথাও মিডিয়া ছাড়ার ঘোষণা দেননি।
তামিমের অভিনয় ছাড়ার গুঞ্জন ছড়িয়েছে মূলত একটি পডকাস্টকে কেন্দ্র করে। বৃহস্পতিবার রাতে দ্য মেসেজ পডকাস্ট ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি পডকাস্টে ইসলাম ধর্মে তওবার গুরুত্ব নিয়ে কথা বলেন তামিম মৃধা ও আহমেদ আরেফিন। এরপর তামিমের ভাই সেই পডকাস্ট শেয়ার করে ফেসবুকে জানান, তাঁর ভাই মুলধারার মিডিয়ার কাজ ছেড়ে দিয়েছেন। সেই পোস্ট ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
মিডিয়া ছাড়ার গুঞ্জন প্রসঙ্গে তামিম মৃধা বলেন, ‘আমি একটা পডকাস্ট নিয়ে এসেছি। সেটার পরিপ্রেক্ষিতেই সবাই ভাবছে আমি অভিনয় ছেড়ে দিয়েছি। কিন্তু আমি এমন কোনো ঘোষণা করিনি যে মিডিয়া ছেড়ে ইসলামের ছায়াতলে এসেছি। ইসলামিক পডকাস্টের সঙ্গে মিডিয়া ছেড়ে দেওয়ার কোনো সম্পর্ক নেই। কোভিডের পর থেকে এমনিতেই মিডিয়ায় কাজ কম করছি। আমার কাছে মনে হয়েছে, সংখ্যায় কম হলেও অর্থবহ কাজের সঙ্গে সম্পৃক্ত থাকা ভালো। কাজ করতে তো আমার কোনো বাধা নেই। কিন্তু কেউ যদি এটাকে প্রতিষ্ঠিত করে দেয়, আমি মিডিয়া ছেড়ে দিচ্ছি—সেটা ঠিক নয়।’
ইসলামিক পডকাস্ট নিয়ে তামিম বলেন, ‘বিয়ের পর স্ত্রীকে নিয়ে ওমরাহ করতে যাওয়ার পর মনে হলো, আল্লাহর বিধানগুলো সঠিকভাবে জানা প্রয়োজন। এরপর ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে পড়ছিলাম, জানছিলাম ও বোঝার চেষ্টা করছিলাম। সে সময় মনে হলো, যেটুকু শিখছি তা সবার মাঝে ছড়িয়ে দেওয়া প্রয়োজন। এরপর পডকাস্টের চিন্তাটা আসে। এ ছাড়া আমাদের সমাজে অদ্ভুত ধরনের একটা মাইন্ড সেট হয়েছে যে টুপি পরলে, পাঞ্জাবি বা জোব্বা পরলে অনেকেই জঙ্গি মনে করে। ওই মিথগুলো ভাঙাটাও একটা কারণ এই পডকাস্টের।’
তামিম জানান, ইতিমধ্যে শেষ হয়েছে এ পডকাস্টের প্রথম পাঁচ পর্বের শুটিং। প্রতি সপ্তাহে একটি পর্ব প্রকাশের ইচ্ছা তাঁর। প্রতি পর্বেই তামিমের সঙ্গে আলোচক হিসেবে থাকবেন আহমেদ আরেফিন।
শোবিজ অঙ্গনকে বিদায় বলেছেন অভিনেতা ও ইউটিউবার তামিম মৃধা—শুক্রবার রাত থেকে এমন খবরে সয়লাব সোশ্যাল মিডিয়া। গণমাধ্যমেও সংবাদ প্রকাশ হয়েছে তামিম মৃধার অভিনয় ছাড়ার খবর। তবে তামিম জানালেন, তিনি কোথাও মিডিয়া ছাড়ার ঘোষণা দেননি।
তামিমের অভিনয় ছাড়ার গুঞ্জন ছড়িয়েছে মূলত একটি পডকাস্টকে কেন্দ্র করে। বৃহস্পতিবার রাতে দ্য মেসেজ পডকাস্ট ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি পডকাস্টে ইসলাম ধর্মে তওবার গুরুত্ব নিয়ে কথা বলেন তামিম মৃধা ও আহমেদ আরেফিন। এরপর তামিমের ভাই সেই পডকাস্ট শেয়ার করে ফেসবুকে জানান, তাঁর ভাই মুলধারার মিডিয়ার কাজ ছেড়ে দিয়েছেন। সেই পোস্ট ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
মিডিয়া ছাড়ার গুঞ্জন প্রসঙ্গে তামিম মৃধা বলেন, ‘আমি একটা পডকাস্ট নিয়ে এসেছি। সেটার পরিপ্রেক্ষিতেই সবাই ভাবছে আমি অভিনয় ছেড়ে দিয়েছি। কিন্তু আমি এমন কোনো ঘোষণা করিনি যে মিডিয়া ছেড়ে ইসলামের ছায়াতলে এসেছি। ইসলামিক পডকাস্টের সঙ্গে মিডিয়া ছেড়ে দেওয়ার কোনো সম্পর্ক নেই। কোভিডের পর থেকে এমনিতেই মিডিয়ায় কাজ কম করছি। আমার কাছে মনে হয়েছে, সংখ্যায় কম হলেও অর্থবহ কাজের সঙ্গে সম্পৃক্ত থাকা ভালো। কাজ করতে তো আমার কোনো বাধা নেই। কিন্তু কেউ যদি এটাকে প্রতিষ্ঠিত করে দেয়, আমি মিডিয়া ছেড়ে দিচ্ছি—সেটা ঠিক নয়।’
ইসলামিক পডকাস্ট নিয়ে তামিম বলেন, ‘বিয়ের পর স্ত্রীকে নিয়ে ওমরাহ করতে যাওয়ার পর মনে হলো, আল্লাহর বিধানগুলো সঠিকভাবে জানা প্রয়োজন। এরপর ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে পড়ছিলাম, জানছিলাম ও বোঝার চেষ্টা করছিলাম। সে সময় মনে হলো, যেটুকু শিখছি তা সবার মাঝে ছড়িয়ে দেওয়া প্রয়োজন। এরপর পডকাস্টের চিন্তাটা আসে। এ ছাড়া আমাদের সমাজে অদ্ভুত ধরনের একটা মাইন্ড সেট হয়েছে যে টুপি পরলে, পাঞ্জাবি বা জোব্বা পরলে অনেকেই জঙ্গি মনে করে। ওই মিথগুলো ভাঙাটাও একটা কারণ এই পডকাস্টের।’
তামিম জানান, ইতিমধ্যে শেষ হয়েছে এ পডকাস্টের প্রথম পাঁচ পর্বের শুটিং। প্রতি সপ্তাহে একটি পর্ব প্রকাশের ইচ্ছা তাঁর। প্রতি পর্বেই তামিমের সঙ্গে আলোচক হিসেবে থাকবেন আহমেদ আরেফিন।
ভালোবাসা দিবসকে উপলক্ষ করে আজ দুপুরে বারফি নামের ইউটিব চ্যানেলে মুক্তি পেল নাটক ‘সমুদ্রনীলা’। নাটকটিতে সমুদ্র চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল। তাঁর বিপরীতে অভিনয় করেছেন তরুণ অভিনয়শিল্পী তানিয়া ইসলাম। আব্রাহাম তামিমের...
৫ ঘণ্টা আগেবলিউডের সংগীতশিল্পী ও সুরকার সেলিম মার্চেন্টের সঙ্গে গাইলেন বাংলাদেশের সিঁথি সাহা। এই প্রথম কোনো বাংলা গানে কণ্ঠ দিলেন সেলিম। সোমেশ্বর অলির লেখা গানটির সংগীত আয়োজন করেছেন সাজিদ সরকার।
৫ ঘণ্টা আগেনব্বইয়ের দশকের ‘লাস্যময়ী’ অভিনেত্রী মমতা কুলকার্নির সন্ন্যাস নেওয়ার খবরে বিস্মিত ছিল ভক্তমহল। অনেকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই হতাশ হয়েছেন। এ দিকে আনুষ্ঠানিকভাবে সন্ন্যাস নিয়ে মমতা হয়েছিলেন কিন্নর আখড়ার ‘মহামণ্ডলেশ্বর’। কিন্তু নানা আলোচনা-সমালোচনার মুখে সেই পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন...
১২ ঘণ্টা আগেঈদের নাটকে জুটি হয়ে অভিনয় করলেন আফজাল হোসেন ও সাদিয়া ইসলাম মৌ। চয়নিকা চৌধুরী পরিচালিত ‘কোনো একদিন’ নাটকে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে তাঁদের। নির্মাতা জানিয়েছেন, নাটকের গল্পে ক্যানসার ধরা পড়ে আফজাল হোসেন অভিনীত চরিত্রটির।
১৪ ঘণ্টা আগে