ফিচার ডেস্ক
দেশের ৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৩৪টি দলের অংশগ্রহণে ‘চতুর্থ আন্তর্জাতিক রোবো টেক অলিম্পিয়াড ২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয় ছাড়াও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। ১৯ অক্টোবর সাভারের বিরুলিয়ার ড্যাফোডিল স্মার্ট সিটিতে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ও রোবো টেক ভ্যালির উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মোট ৬টি ক্যাটাগরির মধ্যে রোবো সকার, প্রকল্প প্রদর্শনী, লাইন ফলোয়িং রোবট প্রতিযোগিতা, আইডিয়া উপস্থাপন, কুইজ প্রতিযোগিতা ও ড্রোন চ্যালেঞ্জ ছিল অন্যতম। প্রতিযোগিতায় বিজয়ীদের ৩ লাখ টাকা পুরস্কার দেওয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিআইইউর একাডেমিক অ্যাফেয়ার্সের ডিন ড. মোস্তফা কামাল বলেন, ‘দেশের তরুণ প্রজন্ম প্রযুক্তিগত দিকে ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছে, যা জাতিগতভাবে অগ্রগতি নিয়ে আসবে। এ জন্য শিক্ষা কার্যক্রমে অবশ্যই তাঁদের মননশীলতা ও প্রযুক্তিগত বিষয়টি চিন্তা করতে হবে।
আয়োজনে গবেষক ও পরিবেশবান্ধব সোনালি ব্যাগের আবিষ্কারক ড. মোবারক হোসেন খান, ওয়াটারএইড বাংলাদেশের ইউনিভার্সাল এক্সেস প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার বাবুল মিয়া, আইইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চাপ্টারের চেয়ার অধ্যাপক ড. আহসান হাবিব তারেক, ডিআইইউর সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির ডিন ড. সৈয়দ আকতার হোসেন, সিএসই বিভাগের প্রধান ড. শেখ রাশেদ হায়দার নুরি, সিএসই বিভাগের অ্যাসোসিয়েট হেড এবং অধ্যাপক ড. এস এম আমিনুল হক এবং শিক্ষক, শিক্ষার্থীসহ রোবো টেকভ্যালির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দেশের ৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৩৪টি দলের অংশগ্রহণে ‘চতুর্থ আন্তর্জাতিক রোবো টেক অলিম্পিয়াড ২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয় ছাড়াও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। ১৯ অক্টোবর সাভারের বিরুলিয়ার ড্যাফোডিল স্মার্ট সিটিতে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ও রোবো টেক ভ্যালির উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মোট ৬টি ক্যাটাগরির মধ্যে রোবো সকার, প্রকল্প প্রদর্শনী, লাইন ফলোয়িং রোবট প্রতিযোগিতা, আইডিয়া উপস্থাপন, কুইজ প্রতিযোগিতা ও ড্রোন চ্যালেঞ্জ ছিল অন্যতম। প্রতিযোগিতায় বিজয়ীদের ৩ লাখ টাকা পুরস্কার দেওয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিআইইউর একাডেমিক অ্যাফেয়ার্সের ডিন ড. মোস্তফা কামাল বলেন, ‘দেশের তরুণ প্রজন্ম প্রযুক্তিগত দিকে ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছে, যা জাতিগতভাবে অগ্রগতি নিয়ে আসবে। এ জন্য শিক্ষা কার্যক্রমে অবশ্যই তাঁদের মননশীলতা ও প্রযুক্তিগত বিষয়টি চিন্তা করতে হবে।
আয়োজনে গবেষক ও পরিবেশবান্ধব সোনালি ব্যাগের আবিষ্কারক ড. মোবারক হোসেন খান, ওয়াটারএইড বাংলাদেশের ইউনিভার্সাল এক্সেস প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার বাবুল মিয়া, আইইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চাপ্টারের চেয়ার অধ্যাপক ড. আহসান হাবিব তারেক, ডিআইইউর সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির ডিন ড. সৈয়দ আকতার হোসেন, সিএসই বিভাগের প্রধান ড. শেখ রাশেদ হায়দার নুরি, সিএসই বিভাগের অ্যাসোসিয়েট হেড এবং অধ্যাপক ড. এস এম আমিনুল হক এবং শিক্ষক, শিক্ষার্থীসহ রোবো টেকভ্যালির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জার্মানিতে উচ্চশিক্ষার প্রথম পর্বে বিশ্ববিদ্যালয়, প্রোগ্রাম নির্বাচন ও আবেদনপ্রক্রিয়ার ধাপগুলো আলোচনা করা হয়েছে। আজকের পর্বে থাকছে বিশ্ববিদ্যালয় থেকে ভর্তি নিশ্চায়ন পাওয়ার পরের ধাপ, স্টুডেন্ট ফাইল খোলা, যাত্রা ও পৌঁছানোর পরের প্রস্তুতি নিয়ে।
৫ ঘণ্টা আগেবিজনেস কেইস প্রতিযোগিতা ‘ব্যাটেল অব মাইন্ডস’-২০২৪ এর বিজয়ী হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) দল পারডন আস, কামিং থ্রু। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনের গ্র্যান্ড বলরুমে প্রতিযোগিতার ২১ তম সংস্করণের সমাপনী অনুষ্ঠিত হয়।
১৩ ঘণ্টা আগেসফলভাবে তৃতীয় আইইই কনফারেন্স অন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি ফর হেলথ ২০২৪ (বেসিথকন ২০২৪) আয়োজন করেছে সাউথইস্ট ইউনিভার্সিটি। গত ২৮-২৯ নভেম্বর ইউনিভার্সিটির মাল্টিপারপাস হলে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
১৫ ঘণ্টা আগেগত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ‘আন্ডারগ্র্যাজুয়েট ল সিম্পোজিয়াম সামার ২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। তরুণ আইন গবেষকদের একাডেমিক অবদান উদ্যাপন করতে ২০২১ সাল থেকে নর্থ সাউথ ইউনিভার্সিটির আইন বিভাগ এই সিম্পোজিয়ামটির আয়োজন করে আসছে।
১৬ ঘণ্টা আগে