তরুণদের হাতে গড়া ‘আমার স্কুল’

দেবব্রত ভৌমিক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৪, ০৭: ৪০

একসময় বহু পথ পাড়ি দিয়ে যেতে হতো স্কুলে। তা এখন অতীত। সময়ের সঙ্গে যেমন বেড়েছে শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা, তেমন নতুন সব প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে এখন তা হাতের মুঠোয় বলা চলে। ইন্টারনেট ব্যবহার করে এখন শেখা যায় প্রায় সবকিছু। এ সুযোগকে আরও গতি দিচ্ছে বিশ্বের বিভিন্ন ই-লার্নিং প্ল্যাটফর্ম। ঘরে বসে এখন চাইলেই ইচ্ছা অনুযায়ী বিভিন্ন কোর্স করা সম্ভব।

ই-লার্নিংয়ে পিছিয়ে নেই বাংলাদেশ। করোনার পর এ ধরনের প্ল্যাটফর্মের জনপ্রিয়তা বেড়েছে। বিভিন্ন কোর্সের মতো নার্সিং কোর্সও এখন থেকে করা যাবে ই-লার্নিংয়ের মাধ্যমে। আমাদের দেশের প্রেক্ষাপটে নার্সিং পেশার অপার সম্ভাবনা রয়েছে।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী তৈরি করেছেন ‘আমার স্কুল’। নার্সিং পেশার প্রস্তুতির ধাপগুলো শিক্ষার্থীদের জন্য সহজ করেছে প্ল্যাটফর্মটি। দেশের যেকোনো প্রান্ত থেকে একজন শিক্ষার্থী এ প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবেন।

এই প্ল্যাটফর্মের মাধ্যমে ডিপ্লোমা নার্সিং, বিএসসি নার্সিং এবং মিডওয়াইফারির জন্য শিক্ষার্থীরা প্রয়োজন অনুযায়ী বিষয়ভিত্তিক প্রস্তুতি নিতে পারবেন। এ ছাড়া ই-লার্নিং প্ল্যাটফর্মে বিভিন্ন একাডেমিক এবং ক্যারিয়ারমুখী কোর্সও করা যাবে দেশে বা পৃথিবীর যেকোনো জায়গা বসে অনলাইনে রেকর্ডেড এবং লাইভ ক্লাসের মাধ্যমে।

নার্সিং লাইসেন্স পরীক্ষায় আমার স্কুলের শিক্ষার্থীদের সাফল্যের হার সন্তোষজনক।  শিক্ষার্থীদের ৬০ শতাংশ নার্সিং লাইসেন্স পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত