নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় গুজব ও অপপ্রচার প্রতিরোধসহ সমাজে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কাজ করছেন বিজিবি সদস্যরা। সীমান্তে নিরাপত্তা টহল জোরদারের পাশাপাশি সুধী সমাবেশ করছেন তাঁরা। তাতে সীমান্তবর্তী এলাকার সনাতন ধর্মাবলম্বী বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরেছে।
আজ রোববার দুপুরে জেলার পত্নীতলা উপজেলার কাশিপুর গ্রামে বসবাসকারী হিন্দু ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর খোঁজখবর নিতে যান বিজিবি সদস্যসহ স্থানীয় শিক্ষার্থীরা। পরে কাশিপুর বিদ্যালয় মাঠে এক সুধী সমাবেশে বক্তব্য দেন ১৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুল হামিদ।
বিজিবির অধিনায়ক বলেন, ‘গুজব ছড়িয়ে সনাতন সম্প্রদায় ও ক্ষুদ্র জাতি-গোষ্ঠীর মানুষের মধ্যে কেউ কেউ আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে। বিভিন্ন এলাকায় সামাজিক প্রচারমাধ্যমে অপপ্রচার চালানোর খবর পাওয়া যাচ্ছে। সেসব গুজবে কান না দিয়ে সবাইকে সচেতন থাকতে হবে। বিশৃঙ্খলা করতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবে না।’ আইনশৃঙ্খলা সমুন্নত রাখার পাশাপাশি সব সময় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন তিনি।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৪ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ শাহ আলম, পত্নীতলা উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিরা।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি পত্নীতলা উপজেলার কাশিপুর গ্রামসহ আশপাশের গ্রামগুলোতে কোথাও কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। তবু ভাঙচুরের গুজব আতঙ্ক বিরাজ করছিল। বিজিবি সদস্যরা মাঠে নামার পর সেসব আতঙ্ক কেটে গেছে।
কাশিপুর গ্রামের বাসিন্দা রিনা মণ্ডল বলেন, ‘দেশের বিভিন্ন জায়গায় সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে ভাঙচুরের খবর শুনতে পাচ্ছি। কিন্তু আমাদের এলাকায় এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। আমরা শান্তিতেই বসবাস করছি। এ ছাড়া বিজিবির সদস্যরা এসে আমাদের এলাকার খোঁজখবর নিচ্ছেন। কোনো সমস্যা হলে তাঁরা আমাদের পাশে দাঁড়াবেন জানিয়েছেন। আমরা শান্তিশৃঙ্খলার সঙ্গেই বসবাস করছি দুশ্চিন্তাও কেটে গেছে।’
নওগাঁয় গুজব ও অপপ্রচার প্রতিরোধসহ সমাজে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কাজ করছেন বিজিবি সদস্যরা। সীমান্তে নিরাপত্তা টহল জোরদারের পাশাপাশি সুধী সমাবেশ করছেন তাঁরা। তাতে সীমান্তবর্তী এলাকার সনাতন ধর্মাবলম্বী বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরেছে।
আজ রোববার দুপুরে জেলার পত্নীতলা উপজেলার কাশিপুর গ্রামে বসবাসকারী হিন্দু ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর খোঁজখবর নিতে যান বিজিবি সদস্যসহ স্থানীয় শিক্ষার্থীরা। পরে কাশিপুর বিদ্যালয় মাঠে এক সুধী সমাবেশে বক্তব্য দেন ১৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুল হামিদ।
বিজিবির অধিনায়ক বলেন, ‘গুজব ছড়িয়ে সনাতন সম্প্রদায় ও ক্ষুদ্র জাতি-গোষ্ঠীর মানুষের মধ্যে কেউ কেউ আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে। বিভিন্ন এলাকায় সামাজিক প্রচারমাধ্যমে অপপ্রচার চালানোর খবর পাওয়া যাচ্ছে। সেসব গুজবে কান না দিয়ে সবাইকে সচেতন থাকতে হবে। বিশৃঙ্খলা করতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবে না।’ আইনশৃঙ্খলা সমুন্নত রাখার পাশাপাশি সব সময় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন তিনি।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৪ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ শাহ আলম, পত্নীতলা উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিরা।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি পত্নীতলা উপজেলার কাশিপুর গ্রামসহ আশপাশের গ্রামগুলোতে কোথাও কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। তবু ভাঙচুরের গুজব আতঙ্ক বিরাজ করছিল। বিজিবি সদস্যরা মাঠে নামার পর সেসব আতঙ্ক কেটে গেছে।
কাশিপুর গ্রামের বাসিন্দা রিনা মণ্ডল বলেন, ‘দেশের বিভিন্ন জায়গায় সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে ভাঙচুরের খবর শুনতে পাচ্ছি। কিন্তু আমাদের এলাকায় এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। আমরা শান্তিতেই বসবাস করছি। এ ছাড়া বিজিবির সদস্যরা এসে আমাদের এলাকার খোঁজখবর নিচ্ছেন। কোনো সমস্যা হলে তাঁরা আমাদের পাশে দাঁড়াবেন জানিয়েছেন। আমরা শান্তিশৃঙ্খলার সঙ্গেই বসবাস করছি দুশ্চিন্তাও কেটে গেছে।’
গাজীপুরে বিস্ফোরক দ্রব্য আইনে ৯ বছর আগে করা একটি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আহমেদ শাহরিয়ার আরিক এ আদেশ দেন।
৬ মিনিট আগেদিনাজপুরের খানসামায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কার্ডধারী ২০ হাজার ৭৬৪ পরিবার ডিলারদের পয়েন্ট থেকে ভোজ্যতেল কিনতে পারছেন না। এতে খোলাবাজারে তেল কিনতে গিয়ে বিপাকে পড়ছেন নিম্নআয়ের মানুষ। টিসিবি পণ্য সরবরাহকারী ডিলাররা জানান ভোজ্যতেলের সংকট রয়েছে।
৯ মিনিট আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) নবনিযুক্ত ট্রেজারার কর্নেল (অব.) আবু হেনা মোস্তফা কামাল খানকে অপসারণের দাবি জানিয়ে আন্দোলনে নেমেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। তাঁকে দুর্নীতিবাজ ও স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে ১১৬ জন শিক্ষক প্রতিবাদলিপিতে স্বাক্ষর করেছেন।
১২ মিনিট আগেঝিনাইদহের শৈলকুপায় মোটরসাইকেলের ধাক্কায় ছবেদ আলী (৭০) নামের এক পথচারী নিহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার ভান্ডারিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
১৫ মিনিট আগে