Ajker Patrika

ফরিদপুর জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি আটক

ফরিদপুর প্রতিনিধি
আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ০৮: ৩৮
মো. হোসেন। ছবি: সংগৃীত
মো. হোসেন। ছবি: সংগৃীত

ফরিদপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ফারুক হোসেনকে (৭২) আটক করেছে পুলিশ। আজ সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকা থেকে তাঁকে আটক করে কোতোয়ালি থানা-পুলিশ।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আটকের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শামছুল আজম। তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের ঝিলটুলী এলাকার ডায়াবেটিক হাসপাতালসংলগ্ন একটি ফ্ল্যাট বাসা থেকে তাঁকে আটক করা হয়।

জানা যায়, মো. ফারুক হোসেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি পদে ছিলেন। গত বছরের ৫ আগস্টের পর থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। এর পরিপ্রেক্ষিতে সম্প্রতি ফারুক হোসেনকে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেওয়া হয় বলে নিজেই ফেসবুকে তুলে ধরেন।

পরে গত ২৮ অক্টোবর শামীম হকও নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট করেন। তাতে উল্লেখ করেন, ‘আমার নেত্রী যাকে দায়িত্ব দিবেন আমরা সকলে তার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। দলের এই দুর্দিনে সবাই আমরা সভাপতি আমরা সবাই দলের জন্য কাজ করবো।’ তবে এই দায়িত্বের বিষয়ে দলীয় সূত্রে কিছু জানা সম্ভব হয়নি।

কোতোয়ালি থানা সূত্রে জানা গেছে, ফারুক হোসেনের নামে কোতোয়ালি থানায় বিস্ফোরক দ্রব্য আইনে ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দুটি মামলা রয়েছে। এর মধ্যে বিস্ফোরক দ্রব্য আইনে পুলিশ বাদী হয়ে মামলা করে।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল্লাহ বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, সন্ধ্যায় তাঁকে আটক করা হয়। তাঁর নামে থানায় দুটি মামলা রয়েছে। দুটি মামলায় গ্রেপ্তারের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনসিপি-এবি পার্টি-রাষ্ট্র সংস্কার আন্দোলন জোট চূড়ান্ত, ঘোষণা বিকেলে

বিদেশে নেওয়ার অবস্থায় নেই খালেদা জিয়া

নয়া নিরাপত্তা কৌশল: চীনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা বাদ, ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়নে জোর যুক্তরাষ্ট্রের

পাকিস্তানি স্ত্রীকে করাচিতে ফেলে ভারতে দ্বিতীয় বিয়ের প্রস্তুতি, স্বামীর বিচার চেয়ে মোদির কাছে আবেদন

আজকের রাশিফল: সন্ধ্যায় অচেনা নম্বর থেকে ‘দারুণ অফার’ আসবে, ইগনোর করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

চাঁদপুরে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগের মাদ্রাসার এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার অভিযুক্ত শিক্ষককে আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার একটি মাদ্রাসার ইংরেজি বিষয়ের শিক্ষক আব্দুল মালেক গত বৃহস্পতিবার এক ছাত্রীকে অনৈতিক প্রস্তাব ও যৌন হয়রানি করেন। বিষয়টি মাদ্রাসার অধ্যক্ষকে জানানো হলে তিনি উল্টো ছাত্রীদের ধমক দেন। পরে ছাত্রীর পরিবার থানায় মামলা করে।

এ ঘটনায় মাদ্রাসার অভিভাবক সদস্য ইব্রাহিম খলিল মঞ্জু বলেন, ‘আমি বিষয়টি ভুক্তভোগী ছাত্রী ও তার পরিবারের কাছ থেকে জেনেছি। বিষয়টি অধ্যক্ষ সমাধানের চেষ্টা করলে এত দূর গড়াত না। এখানে অধ্যক্ষের গাফিলতি রয়েছে।’

জানতে চাইলে মাদ্রাসার অধ্যক্ষ একরামুল হক মজুমদার বলেন, ‘আপনি বিষয়টি আদালত থেকে জানেন। আমি বক্তব্য দিতে পারব না।’

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার আজকের পত্রিকাকে জানান, যৌন হয়রানির সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনসিপি-এবি পার্টি-রাষ্ট্র সংস্কার আন্দোলন জোট চূড়ান্ত, ঘোষণা বিকেলে

বিদেশে নেওয়ার অবস্থায় নেই খালেদা জিয়া

নয়া নিরাপত্তা কৌশল: চীনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা বাদ, ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়নে জোর যুক্তরাষ্ট্রের

পাকিস্তানি স্ত্রীকে করাচিতে ফেলে ভারতে দ্বিতীয় বিয়ের প্রস্তুতি, স্বামীর বিচার চেয়ে মোদির কাছে আবেদন

আজকের রাশিফল: সন্ধ্যায় অচেনা নম্বর থেকে ‘দারুণ অফার’ আসবে, ইগনোর করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

বাংলাদেশ এখন অস্থির সময় পার করছে: পররাষ্ট্র উপদেষ্টা

নীলফামারী ও কিশোরগঞ্জ প্রতিনিধি
নীলফামারীর কিশোরগঞ্জে সভায় বক্তব্য দেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি: আজকের পত্রিকা
নীলফামারীর কিশোরগঞ্জে সভায় বক্তব্য দেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি: আজকের পত্রিকা

‘বাংলাদেশ এখন অস্থির সময় পার করছে’ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। আজ রোববার দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া উচ্চবিদ্যালয় মাঠে সাবেক কৃতী শিক্ষার্থী হিসেবে উপস্থিত থেকে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে গত ৬০ বছরে শিক্ষার ক্ষেত্রে এক অভাবনীয় পরিবর্তন হয়েছে। বিশেষ করে নারীশিক্ষার ব্যাপক উন্নতি হয়েছে। গ্রামগঞ্জে সব বিদ্যালয়ে অর্ধেকের বেশি শিক্ষার্থী এখন নারী। তবে ছাত্র-ছাত্রীর উপস্থিতি শিক্ষার মানোন্নয়ন নয়, রাষ্ট্রে তা ইমপ্যাক্ট করা হচ্ছে শিক্ষার মান উন্নয়ন।

শিক্ষা ও শিক্ষকদের মান উন্নয়নের দিকে গুরুত্বারোপ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অনেক ক্ষেত্রে লেখাপড়া ছাড়াই পাস করে দেওয়ার প্রবণতা ছিল। বর্তমানে এই অবস্থা হতে বের হওয়ার চেষ্টা করা হচ্ছে। শুধু অর্থ বরাদ্দ নয়, এর যথাযথ ব্যবহার করা প্রয়োজন।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তনিমা জামান তন্বী প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনসিপি-এবি পার্টি-রাষ্ট্র সংস্কার আন্দোলন জোট চূড়ান্ত, ঘোষণা বিকেলে

বিদেশে নেওয়ার অবস্থায় নেই খালেদা জিয়া

নয়া নিরাপত্তা কৌশল: চীনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা বাদ, ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়নে জোর যুক্তরাষ্ট্রের

পাকিস্তানি স্ত্রীকে করাচিতে ফেলে ভারতে দ্বিতীয় বিয়ের প্রস্তুতি, স্বামীর বিচার চেয়ে মোদির কাছে আবেদন

আজকের রাশিফল: সন্ধ্যায় অচেনা নম্বর থেকে ‘দারুণ অফার’ আসবে, ইগনোর করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

নবজাতকের মৃত্যু: সেই হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
মাওনা চৌরাস্তায় আল রাজি হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। ছবি: আজকের পত্রিকা
মাওনা চৌরাস্তায় আল রাজি হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে নবজাতকের মৃত্যুর ঘটনায় সেই আল রাজি হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছেন। আজ রোববার দুপুরে শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তা এলাকায় অবস্থিত হাসপাতালটিতে অভিযান চালানো হয়। অভিযানে হাসপাতাল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইদুল ইসলাম।

মো. সাইদুল ইসলাম জানান, গতকাল শনিবার আল রাজি হাসপাতালে শারমিন আক্তার নামের এক অন্তঃসত্ত্বা নারীকে নিয়ে গেলে সে সময় হাসপাতালে কোনো চিকিৎসক ছিলেন না। নার্স পরিচয়ে একজন আয়া প্রসূতির নরমাল ডেলিভারি করাতে গিয়ে নবজাতকের মৃত্যু হয়েছে। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে এসেছে। সেই আলোকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে নিয়ে হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। তিনি আরও জানান, হাসপাতালের কোনো ধরনের লাইসেন্স নেই। চিকিৎসক নেই, নার্স নেই। শুধু বিভিন্ন সরকারি দপ্তরে আবেদন করে হাসপাতাল পরিচালনা করা হচ্ছে। এ জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে একটি মুচলেকা নেওয়া হয়েছে। আগামী দুই মাসের মধ্যে সমস্ত কাগজপত্র সম্পূর্ণ করতে না পারলে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘জেলা সিভিল সার্জন স্যার হাসপাতালে গিয়ে বিস্তারিত তথ্য জানাতে বলেছেন। হাসপাতালের কী ধরনের সমস্যা রয়েছে, সেমতে রিপোর্ট পাঠানো হবে। সিভিল সার্জন স্যারের পরামর্শে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. রবিউল ইসলাম বলেন, ‘নবজাতক মৃত্যুর বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। নবজাতকের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।’

উল্লেখ্য, গতকাল রাতে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ তুলে থানায় যায় ভুক্তভোগী পরিবার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনসিপি-এবি পার্টি-রাষ্ট্র সংস্কার আন্দোলন জোট চূড়ান্ত, ঘোষণা বিকেলে

বিদেশে নেওয়ার অবস্থায় নেই খালেদা জিয়া

নয়া নিরাপত্তা কৌশল: চীনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা বাদ, ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়নে জোর যুক্তরাষ্ট্রের

পাকিস্তানি স্ত্রীকে করাচিতে ফেলে ভারতে দ্বিতীয় বিয়ের প্রস্তুতি, স্বামীর বিচার চেয়ে মোদির কাছে আবেদন

আজকের রাশিফল: সন্ধ্যায় অচেনা নম্বর থেকে ‘দারুণ অফার’ আসবে, ইগনোর করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

ঝিনাইদহে বড় ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে

ঝিনাইদহ প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঝিনাইদহ সদর উপজেলায় সোহেল রানা (৪০) নামের এক ব্যক্তিকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত তাঁর ছোট ভাই পলাতক রয়েছেন। আজ রোববার দুপুরে গান্না ইউনিয়নের বেতাই গ্রামে এ ঘটনা ঘটে।

সোহেল রানা বেতাই গ্রামের শফিউদ্দিন মণ্ডলের ছেলে। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, জুয়েল দীর্ঘদিন সিঙ্গাপুরে ছিলেন। তিনি ছুটিতে দুই মাস আগে বাড়িতে বেড়াতে আসেন। জুয়েল বিদেশে থাকাকালে তাঁর বড় ভাই সোহেল রানার কাছে টাকা পাঠাতেন। বাড়িতে ফেরার পর সেই টাকার হিসাব চাইলে দুই ভাইয়ের মধ্যে বিরোধ হয়। এর জেরে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জুয়েল বঁটি দিয়ে তাঁর বড় ভাইয়ের ঘাড়ে কোপ দেন। পরে পরিবারের লোকজন সোহেলকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এমন একটি ঘটনার কথা শুনেছি। তবে এখনই বিস্তারিত বলা যাচ্ছে না। তদন্ত চলছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনসিপি-এবি পার্টি-রাষ্ট্র সংস্কার আন্দোলন জোট চূড়ান্ত, ঘোষণা বিকেলে

বিদেশে নেওয়ার অবস্থায় নেই খালেদা জিয়া

নয়া নিরাপত্তা কৌশল: চীনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা বাদ, ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়নে জোর যুক্তরাষ্ট্রের

পাকিস্তানি স্ত্রীকে করাচিতে ফেলে ভারতে দ্বিতীয় বিয়ের প্রস্তুতি, স্বামীর বিচার চেয়ে মোদির কাছে আবেদন

আজকের রাশিফল: সন্ধ্যায় অচেনা নম্বর থেকে ‘দারুণ অফার’ আসবে, ইগনোর করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত