ভিডিও ডেস্ক
৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুন। স্বামী দানেশ শেখ ও ছেলে সাব্বির শেখকে নিয়ে নিয়ে বসবাস করতেন পশ্চিম দিল্লিতে। তাঁদের গ্রামের বাড়ি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার পাইকর থানায়। ৬ মাস আগে ‘বাংলাদেশি’ সন্দেহে দিল্লীর রোহিনীর কাটজু মার্গ থানা এলাকা থেকে পুরো পরিবারটিকে আটক করে দিল্লি পুলিশ, ঘটনার শুরু এভাবেই।