ভিডিও ডেস্ক
বরিশালের বাবুগঞ্জে রোববার এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সঙ্গে স্থানীয় বিএনপি ও যুবদল, ছাত্রদলের নেতা-কর্মীদের বাগ্বিতণ্ডা হয়েছে। এ সময় তোপের মুখে পড়েন ফুয়াদ। বিএনপির নেতা-কর্মীরা তাঁকে ‘ভুয়া ভুয়া’ বলে ধাওয়া দেন। একপর্যায়ে দ্রুত সেখান থেকে সরে যান ফুয়াদ। আড়িয়াল খাঁ নদের ওপর দুই উপদেস্টার সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে দুপুর সাড়ে ১২টায় ‘স্থানীয়রা চাঁদা তুলছেন’ এমন মন্তব্য করায় ফুয়াদের সঙ্গে প্রকাশ্যে এ ঘটনা ঘটেছে। পরে তাঁর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপির কয়েক শ নেতা-কর্মী।