মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে কাল সন্ধ্যায়। প্রতি সিরিজ-টুর্নামেন্টে দর্শকদের জন্য বিশেষ নির্দেশাবলি থাকে আয়োজকদের। তবে এবার যেন দর্শকদের নিয়মকানুন নিয়ে একটু বেশিই গুরুত্ব দিচ্ছে বিসিবি। দর্শকদের জন্য নিয়ম যথেষ্ট কড়া করেছে। স্টেডিয়ামে দর্শকদের প্রবেশে যে সব শর্ত মানতে হবে, দেখা নেওয়া যাক।
- স্টেডিয়ামের ভেতরে বা বাইরে অননুমোদিত কোনো প্রকার ব্র্যান্ডিং নিষিদ্ধ।
- ক্রিকেটে দুর্নীতিমূলক যে কোনো প্রকার কার্যকলাপ প্রতিরোধ ও নির্মূল করতে বিসিবি তার ক্ষমতায় থাকা প্রতিটি পদক্ষেপ নিতে প্রতিশ্রুতিবদ্ধ ও দোষী কে আইনের কাছে সোপর্দ করার অধিকার রাখে।
- স্টেডিয়াম প্রাঙ্গণে যে কোনো ধরনের বাজি নিষিদ্ধ ও আইনত দণ্ডনীয় অপরাধ বলে গণ্য।
- বাজি বা এ ধরনের দুর্নীতিমূলক কার্যকলাপে জড়িত ব্যক্তি আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ এবং বিসিবির দুর্নীতি দমন কর্মকর্তাদের নিকট এই ধরনের কার্যকলাপের জন্য শাস্তিযোগ্য অপরাধী বলে গণ্য হবে।
- স্টেডিয়ামের সব গ্যালারিতে ধূমপান নিষিদ্ধ।
- প্রতিটি দর্শক আইসিসির বৈষম্যবিরোধী নীতি মেনে চলতে বাধ্য। ব্যত্যয়ে স্টেডিয়াম থেকে বের করে দেওয়ার অপরাধ বলে গণ্য হবে।
- কেউ যদি ভাষা, অঙ্গভঙ্গি, অথবা অন্য কোনো কিছুর মাধ্যমে জাতি, ধর্ম, সংস্কৃতি, বর্ণ, বংশ, জাতীয়তা, জাতিগত উৎস, লিঙ্গ, যৌন অভিমুখিতা, অক্ষমতা, বৈবাহিক অবস্থা অথবা মাতৃত্বের অবস্থার ভিত্তিতে অন্য কোনো ব্যক্তিকে (খেলোয়াড়, ম্যাচ কর্মকর্তা বা দর্শকসহ) অপমান, ভয় দেখানো/হুমকি দেওয়া, অবমাননা করা বা অপমান করার সম্ভাবনা প্রদর্শন প্রতীয়মান হয়, এই কাজকে স্টেডিয়াম থেকে বহিষ্কার এবং ফৌজদারি মামলা যোগ্য অপরাধ বলে বিবেচিত করা হবে।
এ বছরের শুরুতে বিপিএল চলাকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাকিব আল হাসানের নামসংবলিত একটি প্ল্যাকার্ড নিয়ে দর্শকেরা প্রবেশ করতে চাইলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার মুখে পড়েন। রাজনৈতিক কারণে বর্তমানে দেশে না থাকলেও সাকিব বাংলাদেশের অন্যতম সফল ক্রিকেটার এবং দীর্ঘদিন দেশের প্রতিনিধিত্বকারী তারকা। সেই পরিপ্রেক্ষিতে কদিন আগে এক সংবাদ সম্মেলনে প্রশ্ন উঠেছিল, বাংলাদেশ-পাকিস্তান টি–টোয়েন্টি সিরিজে যদি দর্শকেরা সাকিব কিংবা অন্য কোনো সাবেক ক্রিকেটারের ছবি বা ক্রিকেটারকে নিয়ে লেখা প্ল্যাকার্ড নিয়ে মাঠে আসেন, তবে বিসিবি কি প্রতিক্রিয়া জানাবে? এ বিষয়ে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের কোনো উদ্যোগে তাদের আপত্তি নেই।