হোম > জীবনধারা > রূপবটিকা

অ্যাকটিভ অ্যাকনে থাকলে সানস্ক্রিন এড়িয়ে চলা ভালো

শারমিন কচি 

শারমিন কচি

বছরের এই সময়ে আমার মুখে, বিশেষ করে দুই গালে প্রচুর ব্রণ হয়। ব্রণগুলো আকারে বড় ও লালচে। অনেক সময় নিয়ে পাকে। নিউট্রোজেনার ফেসওয়াশ ও সানস্ক্রিন ব্যবহার করি। কিছু কিছু খাবারে অ্যালার্জি আছে। স্থায়ী সমাধানের জন্য কী করতে পারি?

নাহি রহমান, সিলেট

পরামর্শ: আপনি অ্যাকটিভ অ্যাকনের সমস্যায় ভুগছেন। বোঝাই যাচ্ছে, অ্যাকনে সমস্যা প্রাথমিক পর্যায়ে নেই। এটা দ্বিতীয় ধাপের সংক্রমণে পৌঁছে গেছে। এর জন্য বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়ে অ্যান্টিবায়োটিক, অ্যান্টিহিস্টামিন ও প্রয়োজনীয় ওষুধ খেতে হবে। যে ফেসওয়াশ ব্যবহার করছেন, তা অবশ্যই ভালো মানের। কিন্তু সানস্ক্রিন যেহেতু অয়েল বেসড, তাই সেটা আপাতত এড়িয়ে চলতে হবে। কারণ, অ্যাকটিভ অ্যাকনে থাকলে সানস্ক্রিন এড়িয়ে চলতে হবে।

এগুলোর পাশাপাশি ত্বক যেন ঠান্ডা থাকে, সেদিকেও নজর দিতে হবে। তাই আইস থেরাপি নিতে পারেন। ফিল্টারের পানির সঙ্গে গোলাপজল মিশিয়ে বা গোলাপের পাপড়ি মিশিয়ে বরফ করে ত্বকে ব্যবহার করতে পারেন। এতে ত্বক তো ঠান্ডা থাকবেই, পাশাপাশি লালচে ভাবও দূর হবে। এ ছাড়া সুদিং জেল ফ্রিজে রেখে ঠান্ডা করে ত্বকে ব্যবহার করলেও ত্বকের লালচে ভাব দূর হয়, ত্বকও ঠান্ডা থাকে।

পরামর্শ দিয়েছেন: শারমিন কচি, রূপবিশেষজ্ঞ ও বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ারের স্বত্বাধিকারী

শীতের বুফে: স্বাদ লুটতে কৌশলগুলো জেনে নিন

এই শীতে ত্বক সুন্দর রাখবে যে ৫ সৌন্দর্যবর্ধক পানীয়

আংটিবদলের দিনে যে ধরনের পোশাক পরতে পারেন

আজকের রাশিফল: সন্ধ্যায় অচেনা নম্বর থেকে ‘দারুণ অফার’ আসবে, ইগনোর করুন

ডিসেম্বরে বিকেলের নাশতায় যে সালাদ রাখতে পারেন

গরুর মাংসের চেয়েও বেশি আয়রন থাকে যেসব খাবারে

সন্তানের সামনেই রেগে যাচ্ছেন? সামলানোর কৌশল জেনে নিন

বিশ্বের কোন দেশের মানুষ বেশি লম্বা, জেনে নিন বাংলাদেশের অবস্থান

আজকের রাশিফল: ভার্চুয়াল হাতাহাতি থেকে দূরে থাকুন, সিদ্ধান্ত ভাগ্যের ওপর ছেড়ে দিন

এ বছর জীবনযাত্রার মানে সেরা ১০ দেশের নাম জেনে নিন