হোম > সারা দেশ > গাজীপুর

মাদকের টাকার জন্য স্ত্রীকে তুলে দেন অন্যের হাতে, দেওয়া হয় সিগারেটের ছ্যাঁকা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

পায়ের বিভিন্ন স্থানে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকার ক্ষত দেখান নির্যাতনের শিকার নারী। আজ সোমবার গাজীপুরের শ্রীপুরে। ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে মাদকের টাকার জন্য এক ব্যক্তি তাঁর স্ত্রীকে অন্য পুরুষদের হাতে তুলে দেন বলে অভিযোগ উঠেছে। ওই নারী অনৈতিক কাজে রাজি না হওয়ায় তাঁর শরীরের বিভিন্ন স্থানে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকাসহ নির্যাতন চালানো হয়।

আজ সোমবার রাতে ভুক্তভোগী নারী শ্রীপুর থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ করেছেন। এর আগে ২৩ সেপ্টেম্বর রাতে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার নারী লিখিত অভিযোগে জানান, ২৩ সেপ্টেম্বর গভীর রাতে তাঁর মাদকাসক্ত স্বামী চারজন পুরুষকে নিয়ে ঘরে ঢোকেন। এ সময় ঘরে চারজন অচেনা পুরুষ রেখে তিনি বাইরে থেকে দরজা বন্ধ করে দেন। তখন ওই নারী চিৎকার করলে দরজা খুলে তাঁর স্বামী ঘরে ঢুকে নির্যাতন চালান। এরপর সাফ জানিয়ে দেন, মাদক সেবনের জন্য তিনি তাঁদের কাছ থেকে টাকা নিয়েছেন। এ জন্য ওই ব্যক্তিদের সঙ্গে তাঁকে অনৈতিক কাজ করতে হবে। কিন্তু ওই নারী তাতে রাজি না হওয়ায় তাঁর শরীরের বিভিন্ন স্থানে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয়।

ঘটনার পর থেকে ওই নারীর স্বামী পলাতক।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। এর পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তি পলাতক। তাঁকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হবে।’

চাঁদপুরে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

বাংলাদেশ এখন অস্থির সময় পার করছে: পররাষ্ট্র উপদেষ্টা

নবজাতকের মৃত্যু: সেই হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ঝিনাইদহে বড় ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে

পরকীয়ার সন্দেহে ছুরিকাঘাতে গৃহবধূকে হত্যা, স্বামী আটক

হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নির্বাচনকে সামনে রেখে হিলি সীমান্তে টহল জোরদার বিজিবির

আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে নারীর মৃত্যু

জামায়াত দায়িত্ব পেলে রাষ্ট্র কীভাবে পরিচালনা করবে—জানালেন এ টি এম আজহার

নির্বাচনী প্রচারে গিয়ে কুকুরের কামড়ে আহত গণসংহতি আন্দোলনের নেতা