হোম > সারা দেশ > খুলনা

আমরণ অনশনে ইবির চারুকলা বিভাগের শিক্ষার্থীরা

ইবি প্রতিনিধি 

বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে চারুকলা বিভাগের ১৫ শিক্ষার্থী অনশনে বসেন। ছবি: আজকের পত্রিকা

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চারুকলা বিভাগের জন্য বরাদ্দ দেওয়া কক্ষ ব্যবহারের দাবিতে আমরণ অনশনে নেমেছেন শিক্ষার্থীরা। আজ সোমবার সকালে প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়। পরে বিকেল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অনশনে বসেন বিভাগটির ১৫ শিক্ষার্থী।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৯-২০ শিক্ষাবর্ষে থেকে বিশ্ববিদ্যালয়ে বিভাগটির যাত্রা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলাভবনের চতুর্থ তলায় চারুকলা বিভাগকে শ্রেণিকক্ষের জন্য বরাদ্দ দিয়েছে প্রশাসন। কিন্তু সেগুলো ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ এবং ফোকলোর স্টাডিজ বিভাগের দখলে রয়েছে। এ অবস্থায় নিজেদের শ্রেণিকক্ষ ব্যবহারের দাবিতে অনশন শুরু করেছেন শিক্ষার্থীরা।

বিভাগের শিক্ষার্থীরা বলেন, ‘আমরা দীর্ঘদিন যাবৎ ক্লাস পরীক্ষা দিচ্ছি মাত্র একটা রুমে। আমাদের কোনো নিজস্ব রুম নেই। এভাবে তো একটা বিভাগ চলতে পারে না। প্রশাসন রুম বরাদ্দ দিয়েছে। কিন্তু আমরা রুমগুলো বুঝে পাইনি। রুমগুলো বুঝে না পাওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।’

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, উপাচার্য ও কলা অনুষদের ডিন ঢাকায় আছেন। আগামীকাল মঙ্গলবার আসবেন। তখন বিষয়টি সমাধান করা হবে।

হাতিয়ার চরআতাউর: সুপেয় পানির তীব্র সংকট, বাসিন্দাদের ভোগান্তি

ইউএনওর বদলির রাতে কাজ ঠিকাদার বিএনপির নেতা

নড়াইলের ২ আসন: বিএনপি-জামায়াত সমানে সমান, আশাবাদী প্রার্থীরা

গদখালীর ফুলবাজার: ফুলের গায়ে ভোটের হাওয়া

জুলাইয়ের অজ্ঞাতনামা শহীদ: কবর থেকে মরদেহ তুলে শনাক্তের কাজ শুরু

রেলওয়ের জমিতে বহুতল ভবন নির্মাণ, প্রকৌশলীসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

সমুদ্র উপকূলে ডাকাতের কবলে পড়া ১১ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

চট্টগ্রামে সন্ত্রাসী বুইশ্যার সহযোগী ইমন গ্রেপ্তার

উদ্বোধন হলো কসাইবাড়ি-কাঁচকুড়া বাজার ‘হাফেজ্জী হুজুর সরণি’

ইটনায় যুবদল নেতার বিরুদ্ধে তিন বাড়িতে হামলা-লুটপাট চালানোর অভিযোগ