Alexa
মঙ্গলবার, ০৭ ডিসেম্বর ২০২১

সেকশন

 
করোনাভাইরাস

কখন ও কীভাবে মাস্ক পরবেন

আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ১৮:২৩

বিশ্বব্যাপী করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ জটিল আকার ধারণ করছে। করোনাভাইরাস থেকে সুরক্ষা ও বাঁচার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা বেশ কিছু পরামর্শ দিয়েছে। তার মধ্যে মাস্ক কখন ও কীভাবে পরতে হবে, সে বিষয়েও সুনির্দিষ্ট করে বলে দিয়েছে সংস্থাটি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, করোনাভাইরাস থেকে সুরক্ষা ও বাঁচার জন্য আমাদের মাস্ক ব্যবহার করা উচিত। কিন্তু করোনা থেকে পুরোপুরি সুরক্ষার জন্য একটি মাস্কই যথেষ্ট নয়।

যেকোনো মহামারির সময়ের সবচেয়ে ভালো নিরাপত্তা নীতি হলো, আশপাশের মানুষকে সুরক্ষিত রাখা। কারণ, আশপাশের মানুষ সুরক্ষিত থাকলেই নিজে সুরক্ষিত থাকা যায়। এ জন্য শারীরিক দূরত্ব, মাস্ক পরা, ঘরে ভালোভাবে বায়ু চলাচল করার ব্যবস্থা, ভিড় এড়ানো, হাত পরিষ্কার রাখা, হাচি-কাশি দেওয়ার সময় কনুই বাঁকা করে মুখের সামনে ধরার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

এ সময় অন্য মানুষের আশপাশে গেলে মুখে মাস্ক পরে যান। মাস্ক যথাযথভাবে ব্যবহার করুন এবং এটি পরিষ্কার রাখুন।

 • মাস্ক খোলার সময় হাত পরিষ্কার করে নিতে হবে। এ ছাড়া যেকোনো সময় মাস্কে হাত দেওয়ার আগে হাত পরিষ্কার করতে হবে।
 • মাস্ক দিয়ে নাক, মুখ ও চিবুক ঢাকতে হবে।
 • মাস্ক খুলে পরিষ্কার প্লাস্টিক ব্যাগে রাখতে হবে।
 • সুতি মাস্ক প্রতিদিন ধুয়ে নিতে হবে।
 • মেডিকেল (সার্জিক্যাল) মাস্ক ডাস্টবিনে ফেলতে হবে।
 • ভাল্ভযুক্ত (বাতাস প্রবেশ করে বা বের হতে পারে এমন) মাস্ক পরা যাবে না।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
  সব মন্তব্য

  ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

  এলাকার খবর

  বৈশ্বিক মহামারিতে বেড়েছে ম্যালেরিয়ায় মৃত্যু

  গুরুতর করোনা রোগী ছাড়া প্লাজমা নয়: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

  অ্যাস্ট্রাজেনেকার টিকায় রক্ত জমাট বাঁধার সম্ভাব্য কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

  আয় ঘুম আয় চোখের পাতায়

  মাইগ্রেশনের দাবিতে নাইটিংগেল শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত

  মাইকিং করে গ্রাহক খুঁজছে পল্লিবিদ্যুৎ

  নিউজিল্যান্ড সফরে সাকিবের বিকল্প হচ্ছেন কে

  বঙ্গোপসাগরে ট্রলারডুবির ১২ ঘণ্টা পর এক জেলে উদ্ধার, নিখোঁজ ২০

  মুরাদ ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের প্রচার সম্পাদক ছিলেন