Alexa
বৃহস্পতিবার, ২০ জানুয়ারি ২০২২

সেকশন

epaper
 

সড়কে লিমনের মৃত্যু

কফিন নিয়ে সহপাঠীদের মানববন্ধন

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ০৯:৫৫

সড়ক দুর্ঘটনায় গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থী মাহদি হাসান লিমনের মৃত্যুর প্রতিবাদে মিরপুর ১০ নম্বরে সোমবার প্রতীকী কফিন নিয়ে সহপাঠীদের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা গাড়িচাপায় গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থী মাহাদি হাসান লিমন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। গতকাল সোমবার দুপুরে শেওড়াপাড়া ক্যাম্পাস ও মিরপুর-১০ নম্বর গোলচত্বরের সামনে ছাত্ররা মানববন্ধন করেন। ২৪ ঘণ্টার মধ্যে লিমন হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার এবং নিরাপদ সড়কের দাবি জানিয়েছেন তাঁরা।

এ সময় তাঁরা প্রতীকী কফিনসহ ব্যানার, ফেস্টুন নিয়ে সড়কে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেন। কর্মসূচি চলাকালে অল্প সময়ের জন্য মিরপুর-১০ নম্বর গোলচত্বরে যান চলাচল বন্ধ হলেও শিক্ষার্থীদের তৎপরতায় আবার যান চলাচল শুরু হয়।

শিক্ষার্থীরা বলেন, শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে আমাদের ভাইয়ের ঘাতক চালকের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে আমরা সড়কে নেমেছি। আমাদের দাবি, আমরা নিরাপদ সড়ক চাই, যেন সড়ক দুর্ঘটনায় আর কোনো মায়ের বুক খালি না হয়। কোনো শিক্ষার্থীসহ অন্য কোনো মানুষের যেন সড়ক দুর্ঘটনায় মৃত্যু না হয়।

গ্রিন ইউনিভার্সিটির টেক্সটাইল ক্লাবের সভাপতি ইকবাল হোসেন আবির বলেন, আমরা ২৪ ঘণ্টার মধ্যে লিমন হত্যার ঘাতকের শাস্তি নিশ্চিত করতে চাই। সরকারের কাছে আবেদন নিরাপদ সড়ক। যদি নিরাপদ সড়ক আন্দোলন বাস্তবায়ন হতো তাহলে লিমনের প্রাণ সড়কে ঝরত না।

গত শুক্রবার রাতে বিমানবন্দর এলাকায় লরিচাপায় গ্রিন ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মাহাদি হাসান লিমন নিহত হন।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
  সব মন্তব্য

  ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

  এলাকার খবর

   
   

  ফ্যাশনেবল ফিউশন

  নিরাপদ অভিবাসন নিয়ে কর্মশালা

  ঘাটাইলে গুঁড়িয়ে দেওয়া হলো ৩ অবৈধ ইটভাটা

  জরাজীর্ণ টিনের ঘরে ৩৮ বছর পাঠদান

  ৫ ইউপিতে আওয়ামী লীগের ৭ বিদ্রোহী

  ভাঙা রাস্তায় দুর্ঘটনার ঝুঁকি

  দুই পাখির ‘বিয়ের আগের ছবি’

  শ্রীবরদীতে সারের কৃত্রিম সংকট, বেশি দামে বিক্রি

  মঠবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

  কর্ম জবস সিনিয়র এক্সিকিউটিভ নেবে

  আদমদীঘি ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১ 

  ঝিকরগাছায় গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার